ক্রিকেট স্মারক সংগ্রাহক জুনায়েদ পাইকারের ব্যক্তিগত সংগ্রহ থেকে বাছাই করা ৫০টি ঐতিহাসিক ম্যাচের টিকিট নিয়ে সাজানো এ গ্রন্থে ফুটে উঠেছে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পথচলার আড়াই দশকের আবেগ, স্মৃতি ও গৌরব।
আরও পড়ুন:
এছাড়া দেশের ক্রিকেট ইতিহাসের নানা মাইলফলক ও স্মরণীয় ম্যাচের নস্টালজিক ভ্রমণ তুলে ধরা হয়েছে বইটিতে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম এক বার্তায় বলেন, প্রতিটি টিকিট এক একটি গল্প, মুহূর্ত ও আবেগের বহিঃপ্রকাশ।
বইটির সংকলক জুনাইদ পাইকার বলেন, এ টিকিটগুলো শুধু স্মারক নয়, এগুলো বাংলাদেশ ক্রিকেটের পথচলা ও অগ্রগতির প্রতীক।
এ বইয়ের মাধ্যমে সব স্মৃতি ও আবেগকে সম্মান জানানো হয়েছে , যা মূলত বাংলাদেশের ক্রিকেট পরিচয় বহন করে।





