টেস্ট ক্রিকেটে রজতজয়ন্তী উপলক্ষে বিশেষ স্মারকগ্রন্থ ‘মেমোরেবল ম্যাচ টিকিটস’

মেমোরেবল ম্যাচ টিকিটস
মেমোরেবল ম্যাচ টিকিটস | ছবি: এখন টিভি
0

টেস্ট ক্রিকেটে রজতজয়ন্তী উদযাপন করছে বাংলাদেশ। ২০০০ সালের ১০ নভেম্বর প্রথম টেস্ট খেলার ২৫ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট মিউজিয়াম প্রকাশ করেছে বিশেষ স্মারকগ্রন্থ ‘মেমোরেবল ম্যাচ টিকিটস’।

ক্রিকেট স্মারক সংগ্রাহক জুনায়েদ পাইকারের ব্যক্তিগত সংগ্রহ থেকে বাছাই করা ৫০টি ঐতিহাসিক ম্যাচের টিকিট নিয়ে সাজানো এ গ্রন্থে ফুটে উঠেছে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পথচলার আড়াই দশকের আবেগ, স্মৃতি ও গৌরব।

আরও পড়ুন:

এছাড়া দেশের ক্রিকেট ইতিহাসের নানা মাইলফলক ও স্মরণীয় ম্যাচের নস্টালজিক ভ্রমণ তুলে ধরা হয়েছে বইটিতে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম এক বার্তায় বলেন, প্রতিটি টিকিট এক একটি গল্প, মুহূর্ত ও আবেগের বহিঃপ্রকাশ।

বইটির সংকলক জুনাইদ পাইকার বলেন, এ টিকিটগুলো শুধু স্মারক নয়, এগুলো বাংলাদেশ ক্রিকেটের পথচলা ও অগ্রগতির প্রতীক।

এ বইয়ের মাধ্যমে সব স্মৃতি ও আবেগকে সম্মান জানানো হয়েছে , যা মূলত বাংলাদেশের ক্রিকেট পরিচয় বহন করে।

এসএস