আরও একবার ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টায় বাংলাদেশ ক্রিকেট। বিসিবির দায়িত্ব গ্রহণের পর থেকেই ক্রিকেট বিকেন্দ্রীকরণের কথা বলে আসছিলেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এর আগে টেস্ট ক্রিকেটের রজত জয়ন্তীতে স্কুল ক্রিকেট নিয়ে স্বল্প পরিসরে কাজ করলেও দীর্ঘ পরিসরে কার্যকরী ফল আসেনি। তাই এবার সুদূর প্রসারী পরিকল্পনার অংশ হিসেবে বিসিবি আয়োজন করতে যাচ্ছে ‘বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স ২০২৫’
প্রথমবারের মতো আয়োজিত ক্রিকেটের এ কনফারেন্সে অংশ নেবেন দেশের বিভিন্ন জেলার ক্রীড়া সংগঠকরা। আঞ্চলিক ক্রিকেটে গতি ফেরাতে সংগঠকদের সঙ্গে আলোচনা সাপেক্ষে ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণ করবে বিসিবি। বিসিবির ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফিস জানিয়েছেন এমনটাই।
বিসিবি ক্রিকেট অপারেশনস ইনচার্জ শাহরিয়ার নাফিস বলেন, ‘এখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে মতবিনিময় হবে। আমরা তাদের কথা শুনব। তাদের চ্যালেঞ্জ, তাদের চাওয়া পাওয়া শুনব। কীভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এ কাজটি আরও সুন্দরভাবে করতে পারে তাদের থেকে আমরা শুনব। সবাই একসঙ্গে আমরা একটি আইডিয়া জেনারেট করব। যেটি আমাদের ক্রিকেটকে ডিসেন্ট্রলাইজড করতে সাহায্য করবে।’
আরও পড়ুন:
সময়োপযোগী এ আয়োজনে বিসিবি ক্রিকেটের ক্রান্তিকাল কাটিয়ে উঠতে নতুন পথ পথ পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
শাহরিয়ার নাফিস আরও বলেন, ‘এটি খুবই সময়োপযোগী একটি আয়োজন। আমি আশা করছি বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সটি খুবই সফলভাবে আয়োজিত হবে। এখান থেকে আমাদের যে উদ্দেশ্য ক্রিকেটকে সারা বাংলাদেশে ছড়িয়ে দেয়া এবং সফলভাবে আয়োজন করার মাধ্যমেই আমরা সেই লক্ষ্যর দিকে এগিয়ে যাব।’
বাংলাদেশ ক্রিকেটে ঢাকাই ক্লাবের প্রভাব বেশ কিছুদিন ধরেই ‘ওপেন সিক্রেট’। বিগত সময়ে বিসিবির দায়িত্বে থাকা কর্তারা সেই প্রভাব কমানোর প্রতিশ্রুতি দিলেও কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। ক্রিকেট কনফারেন্সে আয়োজনের উদ্দেশ্যে সফল করে এবার সেই বৃত্ত থেকে বের হতে চায় বিসিবি।





