জাহানারার অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তাইজুল

তাইজুল ইসলাম, জাহানারা আলম
তাইজুল ইসলাম, জাহানারা আলম | ছবি: সংগৃহীত
0

দেশের ক্রিকেটে ‘বিতর্কিত’ একটি ইস্যু নিয়ে গত কয়েকদিন ধরে তুমুল আলোচনা-সমালোচনার ঝড় বইছে। সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন নারী দলের ক্রিকেটার জাহানারা আলম। বিস্ফোরক সেই অভিযোগের পর থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সরব অভিযোগ তদন্তে। আর অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন ক্রিকেটার তাইজুল ইসলাম।

আজ (শনিবার, ৮ নভেম্বর) নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে তিনি এ দাবি জানান।

ফেসবুক পোস্টে তাইজুল লেখেন, ‘বোন জাহানারা আলমের ইন্টারভিউ দেখে স্তব্ধ ও মর্মাহত। কোনো নারী বা ব্যক্তির সঙ্গে এমন ঘটনা কখনোই কাম্য নয়। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি।’

আরও পড়ুন:

তিনি লেখেন, ‘আমার বিশ্বাস দ্রুত তদন্ত শেষে, সেই প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেবে বিসিবি। যা অনুকরণীয় হয়ে থাকবে। নিরাপদে থাকুক বাংলাদেশের প্রতিটি মা, বোন ও মানুষ।’

এর আগে জাহানারা আলমের অভিযোগের বিষয়টি সমর্থন জানিয়ে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা আশাবাদ ব্যক্ত করে লেখেন, ‘বাংলাদেশের ক্রিকেট ও গোটা ক্রীড়াঙ্গনের স্বার্থে জাহানারা আলমের প্রতিটি অভিযোগ বিসিবি গুরুত্ব দিয়ে দেখবে আশা করি।’

আরও পড়ুন:

আর জাতীয় ক্রীড়া পরিষদ বা সরকারি পর্যায়ে এ ঘটনার তদন্ত চেয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

এসএস