বাংলাদেশ থেকে বিদায় নিলেন পিচ কিউরেটর গামিনি

গামিনি ডি সিলভা
গামিনি ডি সিলভা | ছবি: সংগৃহীত
0

অবশেষে দীর্ঘ ১৫ বছরের সম্পর্ক শেষ করে বাংলাদেশ থেকে বিদায় নিয়েছেন শ্রীলঙ্কান পিচ কিউরেটর গামিনি ডি সিলভা। চুক্তি থাকলেও নভেম্বর মাসের শুরুতেই নিজ দেশে ফিরে গিয়েছেন তিনি।

২০১০ সালে বিসিবির প্রধান পিচ কিউরেটর হিসেবে নিয়োগ পেয়েছিলেন গামিনি। এরপর থেকেই  ছিলেন মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামের পিচ কিউরেটরের দায়িত্বে। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে দায়িত্ব পালন করলেন শ্রীলঙ্কান এ পিচ কিউরেটর। 

আরও পড়ুন:

নিজের শেষটা অবশ্য করেছেন রাজশাহী স্টেডিয়ামে। সবশেষ কয়েক বছরে গামিনি ডি সিলভা ছিলেন ব্যাপক আকারে সমালোচিত। 

মিরপুরে অতিমাত্রায় ধীরগতির এবং স্পিন সহায়ক উইকেট তৈরি করে নেতিবাচক খবরের শিরোনাম হয়েছিলেন বারবার। সবশেষ ২০২৫ সালে নতুন এক বছরের চুক্তি করলেও সেটা আর শেষ করা হচ্ছে না তার।

এসএইচ