আগে ব্যাট করতে নেমে ফিবি লিচফিল্ডের সেঞ্চুরি এবং এলিস পেরির ফিফটিতে বড় সংগ্রহের দিকে এগুতে থাকে অস্ট্রেলিয়া। তবে দুই রান আউট এবং শ্রী চারিনীর ম্যাজিকাল স্পেলে ম্যাচে ফেরে ভারত। যদিও তাতে স্কোর আটকানো যায়নি। শেষদিকে অ্যাশলে গার্ডনারের ঝোড়ো গতির এক ফিফটিতে ৩৩৮ রানের বড় সংগ্রহ দাঁড় করায় অস্ট্রেলিয়া।
আরও পড়ুন:
জবাবে ব্যাট করতে নেমে শেফালি ভার্মার উইকেট হারালেও জেমিমাহ রদ্রিগেজ ছিলেন অবিচল। তৃতীয় উইকেটে অধিনায়ক হারমানপ্রীত কৌরের সঙ্গে গড়েন ১৬৭ রানের বড় জুটি। হারমানপ্রীত ৮৯ রানে ফিরে গেলেও ভারতকে জয়ের কক্ষপথেই রেখেছিলেন জেমিমাহ। শেষ পর্যন্ত ১২৭ রানের ম্যাচজয়ী এক ইনিংস খেলেই স্বাগতিকদের নিয়ে যান বিশ্বকাপ ফাইনালে।





