অ্যাশেজের জন্য শিগগিরই দল ঘোষণা করবে অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া ক্রিকেট দলের একাংশ
অস্ট্রেলিয়া ক্রিকেট দলের একাংশ | ছবি: সংগৃহীত
0

পার্থের অপটাস স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে অ্যাশেজের প্রথম টেস্ট। ২১ নভেম্বর শুরু হবে এ টেস্ট ম্যাচ। অ্যাশেজের জন্য শিগগিরই দল ঘোষণা করবে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড।

এর আগে সম্ভাব্য দল নিয়ে অজি ব্যাটার ওসমান খাজা ব্যক্ত করেছেন নিজের অভিমত। তিনি চান, আগামী অ্যাশেজে অস্ট্রেলিয়ার টপ অর্ডারে একসঙ্গে কুইন্সল্যান্ডের তিন ব্যাটার খেলুক। নিজের পাশাপাশি ম্যাথিউ রেনশো আর তিন নম্বরে মার্নাস লাবুশানকে দেখতে চান অজি এ ওপেনার।

আরও পড়ুন:

সাম্প্রতিক সময়ে রেনশো দারুণ ছন্দে রয়েছেন। ভারতের বিপক্ষে ভালো করারা পাশাপাশি তাসমানিয়ার বিপক্ষে শতরানের দেখা পেয়েছেন তিনি। খাজা মনে করেন, অস্ট্রেলিয়ার হয়ে ফেরার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত রেনশো। সঙ্গে লাবুশানকে নিয়েও আশাবাদী অজি এ ব্যাটার।

এফএস