নারী ওয়ানডে বিশ্বকাপ: বৃষ্টি বাধায় পরিত্যক্ত বাংলাদেশ-ভারত ম্যাচ

বৃষ্টি বাধায় পরিত্যক্ত বাংলাদেশ-ভারতের মধ্যকার গ্রুপপর্বের শেষ ম্যাচ
বৃষ্টি বাধায় পরিত্যক্ত বাংলাদেশ-ভারতের মধ্যকার গ্রুপপর্বের শেষ ম্যাচ | ছবি: ইএসপিএন ক্রিকইনফো
0

নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ-ভারতের গ্রুপ পর্বের শেষ ম্যাচটি বৃষ্টি বাধায় পরিত্যক্ত হয়েছে। গতকাল (রোববার, ২৬ অক্টোবর) ম্যাচে আগে ব্যাট করে টাইগ্রেসরা ভারতকে ১২৬ রানের লক্ষ্য দিলেও বৃষ্টির কারণে ভারত মাত্র ৮ ওভার ৪ বল ব্যাট করার সুযোগ পায়।

বৃষ্টির কারণে শুরুতে ৪৩ ওভারে নির্ধারিত হওয়া ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। মাঝে আরেক দফা বৃষ্টিতে ম্যাচের দৈর্ঘ্য আরও কমে আসে। 

শেষ পর্যন্ত ২৭ ওভারে ৯ উইকেটে ১২০ রান করে বাংলাদেশ। টাইগ্রেসদের মধ্যে সর্বোচ্চ ৩৬ রান আসে শারমিনের ব্যাট থেকে। 

আরও পড়ুন:

এছাড়া মোস্তারি করেন ২৬ রান। আর কেউই দীর্ঘ সময় টিকতে পারেননি ব্যাটিংয়ে। ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) মেথডে ভারতের লক্ষ্য দাঁড়ায় ১২৬ রানের। 

লক্ষ্য তাড়ায় শুরুটা দারুণ করে স্বাগতিকরা। বৃষ্টিতে তৃতীয়বার খেলা বন্ধের আগে ৮ ওভার ৪ বলে ৫৭ রান করে দলটি। তবে এরপর খেলা আর মাঠে না গড়ালে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন অফিসিয়ালসরা।

এসএইচ