তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগেই একের পর এক চোটের ধাক্কা অস্ট্রেলিয়া শিবিরে। এর আগে, দুই ওয়ানডের জন্য ছিটকে গেছেন জস ইংলিশ। এবার নতুন করে ইনজুরিতে পড়েছেন ক্যামেরুন গ্রিন।
আরও পড়ুন:
‘লো গ্রেড সাইড সোরনেস’ এ ভুগছেন এই ব্যাটিং অলরাউন্ডার। শুধু ভারত সিরিজেই নয় আসন্ন অ্যাশেজ সিরিজেও অস্ট্রেলিয়ার জন্য বড় ধাক্কা হতে পারে গ্রিনের ইনজুরি।
গেলো অক্টোবরে সার্জারির কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন তিনি। একই কারণে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও দলে জায়গা হয়নি গ্রিনের। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন মার্নাস লাবুশেইন।





