হোয়াইটওয়াশের লজ্জা থেকে বাঁচতে আজ মাঠে নামবে টাইগাররা

বাংলাদেশ বনাম আফগানিস্তান
বাংলাদেশ বনাম আফগানিস্তান | ছবি: সংগৃহীত
0

আফগানিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশের লজ্জার সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। সিরিজের প্রথম দুই ওয়ানডেতে হেরে এরইমধ্যে সিরিজ খুইয়েছে মেহেদি মিরাজের দল। মান বাঁচানোর লক্ষ্যে আবারও আফগানদের মুখোমুখি হবে বাংলাদেশ। আবুধাবিতে ম্যাচ শুরু হবে আজ (মঙ্গলবার, ১৪ অক্টোবর) সন্ধ্যা ৬টায়।

‘সেই তুমি কেন এত অচেনা হলে’— কিংবদন্তি আইয়ুব বাচ্চুর জনপ্রিয় গানের সুর এখন বাংলাদেশের সাজঘরে। ক্রিকেটের প্রিয় ফরম্যাটটায় নিজেদের খুঁজে পাওয়াই দুষ্কর হয়ে পড়েছে মেহেদি মিরাজদের কাছে।

সময় এতটাই খারাপ যে, আফগানিস্তানের কাছে বাংলাদেশের হোয়াইটওয়াশের পক্ষেই বাজির দরটা বেশি। অবশ্য আফগানদের কাছে সবশেষ তিন ওয়ানডে সিরিজের সবক'টিতেই হার লাল-সবুজদের। সবশেষ ১০ ওয়ানডের মধ্যে হার ৬ ম্যাচে। কেবল ধবলধোলাই হতে হয়নি কখনও, এবার সেটিরও শঙ্কা জেগেছে বেশ ভালোভাবেই।

আরও পড়ুন:

আবুধাবিতে বোলাররা তাদের কাজটা করছেন ঠিকঠাকই, তবে ব্যাটাররা নিজেদের ছন্দ হারিয়ে বেঞ্চেই আরাম খুঁজছেন। টপ অর্ডার থেকে মিডল অর্ডার, ব্যাটিংয়ে কোন অর্ডারই নেই মূলত। এ ম্যাচে তাই জায়গা হারাতে পারেন অফ ফর্মে থাকা ওপেনার তানজিদ তামিম আর জাকের আলী। একাদশে ফিরতে পারেন নাঈম শেখ আর শামীম পাটোয়ারী।

অবশ্য পরিবর্তন এনেই বা কি হবে! আবুধাবির ধীরগতির উইকেটে প্রতিবারই মূর্তিমান আতঙ্ক হয়ে হাজির হচ্ছেন রশিদ খান। তাকে সামাল দিতে গিয়ে নড়বড়ে হয়ে যাচ্ছে গোটা ব্যাটিং লাইনআপ। রশিদ আতঙ্কে নাঙ্গেলিয়া খারোটেও হয়ে পড়ছেন রহস্য, আজমতউল্লাহ ওমরজাইয়ের সাদামাটা বোলিংয়েও বিলিয়ে দিতে হচ্ছে উইকেট।

প্রিয় সংস্করণে ডুবতে ডুবতে র‌্যাংকিংয়ে অধঃপতন হয়েছে আগেই। এখনই কামব্যাক করার পালা মেহেদি মিরাজদের। নতুবা আফগানদের কাছে হোয়াইটওয়াশের লজ্জা আর অদূর ভবিষ্যতে বিশ্বকাপে জায়গা হারানোর শঙ্কা, সবই ধরা দেবে দু:সহ বাস্তবতা হয়ে।

এসএস