নারী ওয়ানডে বিশ্বকাপ: বাংলাদেশকে ৪ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড

বাংলাদেশ ও ইংল্যান্ড দলের খেলোয়াড়রা
বাংলাদেশ ও ইংল্যান্ড দলের খেলোয়াড়রা | ছবি: সংগৃহীত
0

নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ৪ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। অল্প পুঁজি নিয়েও ইংল্যান্ডের শক্তিশালী ব্যাটিং লাইনআপের বিপক্ষে লড়াই করার স্বপ্নের বীজ বুনে দেন মারুফা আক্তার।

এক প্রান্তে পেস আর সুইয়ে রীতিমতো আগুন ঝরিয়েছেন তিনি। আর অন্য প্রান্তে স্পিনের জালে ইংলিশদের আটকে রাখেন নাহিদা আক্তার। মাঝের ওভারগুলোতে ফাহিমার ঘূর্ণিতে খাবি খায় ইংলিশ ব্যাটাররা।

একশর আগেই ৫ ব্যাটারকে ফিরিয়ে জয়ের সম্ভাবনাও তৈরি হয়। তবে হেথার নাইটের দুর্দান্ত ৭৯ রানের অপরাজিত ইনিংসে ৪৭ ওভারেই জয়ের বন্দরে পৌছে যায় ইংল্যান্ড।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৭৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৬০ রান করেন সোবহানা মোশতারি। এছাড়া শেষদিকে রাবেয়া খান করেন ২৭ বলে ৪৩ রান।

এএইচ