বিসিবি পরিচালক হলেন রুবাবা দৌলা

রুবাবা দৌলা
রুবাবা দৌলা | ছবি: সংগৃহীত
1

দেশের ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় নারী বোর্ড পরিচালক হিসেবে দায়িত্ব নিতে চলেছেন রুবাবা দৌলা। জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়ন পেয়ে এ দায়িত্বে আসছেন তিনি।

বিসিবি নির্বাচনের ২৩ পরিচালকের বাইরে এনএসসি থেকে মনোনীত ছিলেন ইসফাক আহসান এবং ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক। তবে ইসফাক আহসানকে রাতেই তার পদ থেকে অপসারণ করা হয়। সে জায়গায় আসছেন রুবাবা দৌলা।

আরও পড়ুন:

দেশের করপোরেট অঙ্গনের পরিচিত এ নারী সংগঠক এর আগেও যুক্ত ছিলেন খেলার জগতে। ২০০৯ সাল থেকে ২০১৫ পর্যন্ত ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ছিলেন তিনি।

সে সঙ্গে স্পেশাল অলিম্পিকস বোর্ডের সদস্য হিসেবেও কাজ করেছেন রুবাবা দৌলা।

এসএস