মিচেল মার্শের নেতৃত্বে অজিদের দেয়া ১৫ সদস্যের ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন মার্নাস লাবুশেন। তার বাদ পড়াটা অনেকটা প্রত্যাশিতই ছিল বটে। সর্বশেষ ১০ ওয়ানডেতে তার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৪৭ রানের একটি ইনিংস।
আরও পড়ুন:
তবে এ সিরিজ দিয়ে ওয়ানডেতে অভিষেক হতে পারে ২৯ বছর বয়সী ব্যাটার ম্যাট রেনশর। পার্থে ১৯ অক্টোবর মাঠে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে। ২৩ ও ২৫ অক্টোবর হবে বাকি দুই ম্যাচ।
এর চার দিন পরেই ক্যানবেরায় গড়াবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি। সংক্ষিপ্ত ফরম্যাটের প্রথম দুই ম্যাচের দলে নেই চোটে পড়া তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। দলে ফেরানো হয়েছে নাথান এলিসকে।





