আফগানদের হোয়াইট ওয়াশে টাইগারদের দরকার ১৪৪ রান

মাঠে বাংলাদেশ দলের একাংশ
মাঠে বাংলাদেশ দলের একাংশ | ছবি: ইএসপিএন ক্রিকইনফো
0

তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে প্রথমে ব্যাট করে বাংলাদেশকে ১৪৪ রানের টার্গেট দিয়েছে আফগানিস্তান। ২০ ওভার ব্যাট করে আফগানদের সংগ্রহ ৯ উইকেটে ১৪৩ রান।

টস জিতে আজও আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক জাকের আলী। ব্যাট হাতে প্রথম ২ ওভারেই ২০ রান যোগ করেন দুই আফগান ওপেনার গুরবাজ ও ইব্রাহিম জাদরান। 

তবে পরপর দুই ওভারে উভয় ওপেনারকে ফেরান নাসুম আহমেদ ও শরিফুল ইসলাম। এতে কিছুটা চাপে পড়েন আফগানরা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আফগানিস্তান, ৯৮ রান করতেই হারায় ৮ উইকেট।

আরও পড়ুন:

তবে শেষ পর্যন্ত মুজিবের ব্যক্তিগত ২৩ রান দলকে কিছুটা স্বস্তি দেয়। তার এ ইনিংসে তিনি দারউইশ রাসুলির সঙ্গে ৩৪ রানের ও বশির আহমেদের সঙ্গে ১১ রানের পার্টনারশিপ গড়েন।

শেষের দিকে মুজিবের এ ছোট্ট ক্যামিও তার দলকে এনে দেয় লড়াই করার মতো একটা সংগ্রহ। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেছেন সাইফুদ্দিন। দুটি করে উইকেট পেয়েছেন তানজিম সাকিব ও নাসুম।

এসএইচ