নারী ওয়ানডে বিশ্বকাপ: বৃষ্টিতে ভেসে গেলো অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা ম্যাচ

বৃষ্টির কারণে ঢেকে দেয়া হয়েছে প্রেমাদাসা স্টেডিয়াম
বৃষ্টির কারণে ঢেকে দেয়া হয়েছে প্রেমাদাসা স্টেডিয়াম | ছবি: ইএসপিএন ক্রিকইনফো
0

নারী ওয়ানডে বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার ও শ্রীলঙ্কার ম্যাচ বৃষ্টির বাধায় মাঠে গড়ায়নি। কলোম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচ শুরু হওয়ার কথা ছিল আজ (শনিবার, ৪ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায়। তবে বৃষ্টির কারণে শেষ পর্যন্ত এ ম্যাচের টসও হয়নি, আম্পায়াররা পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ।

প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সে নিউজিল্যান্ডকে হারায় অজি নারীরা। অন্যদিকে উদ্বোধনী ম্যাচে ভারতের বিপক্ষে হেরে বিশ্বকাপের আসর শুরু করেছে দ্বিতীয় আয়োজক দেশ শ্রীলঙ্কা। 

উল্লেখ্য, ২০১৯ সালের পর কখনোই অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ খেলেনি লঙ্কান নারীরা। তাই ম্যাচটি তাদের জন্য হতে পারতো বেশ কঠিন পরীক্ষা।

আরও পড়ুন:

আসরটিতে নিজেদের শক্ত অবস্থানে রাখতে এই ম্যাচে জয় পাওয়া স্বাগতিকদের জন্য বেশ গুরুত্বপূর্ণ ছিল।  

অজি নারীদের পরের ম্যাচ আগামী ৮ অক্টোবর পাকিস্তানের নারীদের বিপক্ষে। আর লঙ্কান নারীদের পরবর্তী প্রতিপক্ষ ইংলিশ নারীরা, এ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১১ অক্টোবর।

এসএইচ