নারী ওয়ানডে বিশ্বকাপ: অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ মাঠে নামছে শ্রীলঙ্কা

নারী ওয়ানডে বিশ্বকাপের ট্রফি
নারী ওয়ানডে বিশ্বকাপের ট্রফি | ছবি: সংগৃহীত
0

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে শ্রীলঙ্কা। আজ (শনিবার, ৪ অক্টোবর) কলোম্বোর প্রেমাদাসায় এ ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটায়।

প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সে নিউজিল্যান্ডকে হারিয়েছে অজি নারীরা। অন্যদিকে উদ্বোধনী ম্যাচে ভারতের বিপক্ষে হেরে বিশ্বকাপের আসর শুরু করেছে দ্বিতীয় আয়োজক দেশ শ্রীলঙ্কা। এদিকে ২০১৯ সালের পর কখনোই অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ খেলেনি লঙ্কান নারীরা। তাই ম্যাচটি তাদের জন্য কঠিনই হতে যাচ্ছে।

আরও পড়ুন:

আসরটিতে নিজেদের শক্ত অবস্থানে রাখতে এ ম্যাচে জয় পাওয়া স্বাগতিকদের জন্য গুরুত্বপূর্ণ। অন্যদিকে প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করায় অনেকটা নির্ভার থাকবে অস্ট্রেলিয়া। তাছাড়া ম্যাচটিতে স্বভাবতই ফেভারিট হিসেবে নামবে সর্বোচ্চ সাতবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ইএ