বিসিবি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হচ্ছেন গায়ক আসিফ

আসিফ আকবর; বিসিবির লোগো
আসিফ আকবর; বিসিবির লোগো | ছবি: সংগৃহীত
0

আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চট্টগ্রাম বিভাগ থেকে পরিচালক নির্বাচিত হতে যাচ্ছেন সংগীতশিল্পী আসিফ আকবর। তার বিপরীতে থাকা প্রার্থী নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নেয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি নির্বাচিত হতে যাচ্ছেন তিনি।

বিসিবি নির্বাচনে মোট ১৬টি আবেদন প্রত্যাহার করা হয়েছে। ১৬ আবেদনই নির্বাচন কমিশনে গৃহীত হয়েছে। অর্থাৎ চূড়ান্ত তালিকায় মোট ৩৪ প্রার্থী বিসিবি নির্বাচন অংশ নেবেন।

আরও পড়ুন:

নির্বাচন হবে কেবল ঢাকা, রাজশাহী ও রংপুরে; আর বাকি বিভাগগুলোতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হবেন প্রার্থীরা।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে বড় চমক ছিলেন তামিম ইকবাল। সাবেক এই অধিনায়কসহ বিএনপিপন্থি ক্রীড়া সংগঠকদের অনেকেই বিসিবির আসন্ন নির্বাচন থেকে নাম প্রত্যাহার করেছেন। এ তালিকায় সাঈদ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, সৈয়দ বোরহানুল ইসলাম এবং রফিকুল ইসলাম বাবুর মতো হেভিওয়েট প্রার্থিরাও আছেন।

এসএইচ