বিশ্বকাপের দল থেকে বাদ পড়া নিয়ে কোচের ব্যাখ্যা অপমানজনক: সুমনা

নারী ক্রিকেট দল স্পিনার জান্নাতুল সুমনা
নারী ক্রিকেট দল স্পিনার জান্নাতুল সুমনা | ছবি: এখন টিভি
0

বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন বাংলাদেশ জাতীয় নারী দলের ক্রিকেটার জান্নাতুল সুমনা। সংবাদ সম্মেলনে যার কারণ ব্যাখ্যা করেছেন দলটির প্রধান কোচ সারওয়ার ইমরান। তবে যে ব্যাখ্যা দেয়া হয়েছে তা অপমানজনক বলে এখন টিভিকে জানিয়েছেন সুমনা। বাদ পড়া নিয়ে আফসোস না থাকলেও কোচের এমন ব্যাখ্যায় দুঃখ পেয়েছেন বলেও জানান তিনি।

বিশ্বকাপ খেলতে আজ (মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর) দেশ ছাড়বে বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দল, তার আগে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অফিসিয়াল ফটোসেশন।

পরে সংবাদ সম্মেলন করেন টাইগ্রেস অধিনায়ক জ্যোতি ও কোচ সারওয়ার ইমরান। বিশ্বকাপ দলে জায়গা হয়নি স্পিনার জান্নাতুল সুমনার। তার পরিবর্তে ডাক পেয়েছেন অফ স্পিনার নিশিতা আক্তার। সুমনাকে বাদ দেয়ার কারণ জানতে চাইলে ব্যাখ্যা দেন কোচ।

বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ সারওয়ার ইমরান বলেন, ‘পাকিস্তানের সঙ্গে আমরা যখন খেলি তখন তাদের ব্যাটসম্যান নট আউট ছিল। ক্যাপ্টেন যখন সুমনাকে বল করতে বলে সুমনা তখন বল করেনি। প্র্যাকটিসের সময় সে লেফটহ্যান্ড ব্যাটসম্যানের দিকে বল করতে পারে না। আমাদের সামনের ম্যাচ পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে। আমাদের এমন খেলোয়ার লাগবে যে লেফট হ্যান্ডে বল করতে পারে।’

আরও পড়ুন:

কোচের এমন মন্তব্যে খুশি নন সুমনা। এখন টিভিকে তিনি জানান, বাদ পড়া নিয়ে কোচের ব্যাখ্যা অপমানজনক। সারওয়ার ইমরানের কথায় দুঃখ পেয়েছেন বলেও জানান তিনি।

বাংলাদেশ নারী ক্রিকেট দলের স্পিনার জান্নাতুল সুমনা বলেন, ‘থিংক ফর ইওর টিম, কান্ট্রি— আমি এভাবে চিন্তা করেছি। ওনি প্রথমে যা বলেছেন, সেটি আমার জন্য খুবই ডিজহার্টেট। আমার টিম থেকে বাদ পড়ে কষ্ট লাগেনি, কিন্তু ওনার এ কথায় আমার বেশি কষ্ট লেগেছে।’

পাকিস্তানের বাহাতি ব্যাটারের বিপক্ষে সেদিন কেন বল করেননি সে ব্যাখ্যাও দিয়েছেন সুমনা।

বাংলাদেশ নারী ক্রিকেট দলের স্পিনার জান্নাতুল সুমনা বলেন, ‘পারফরম্যান্স ম্যাটার করে। কেউ যদি আমার বিষয়ে কিছু বলে তাহলে অবশ্যই আমার পারফরম্যান্স নিয়ে কথা বলতে হবে।’

বিশ্বকাপের স্কোয়াডে না থাকলেও দলকে শুভকামনা জানিয়েছেন সুমনা।

এফএস