অবসর ভেঙে ওয়ানডে ক্রিকেটে ফিরলেন ডি কক

কুইন্টন ডি কক
কুইন্টন ডি কক | ছবি: সংগৃহীত
0

অবসর ভেঙে ওয়ানডে ক্রিকেটে ফিরেছেন দক্ষিণ আফ্রিকার উইকেট কিপার ব্যাটার কুইন্টন ডি কক। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে আছেন তিনি। পাকিস্তান সফরের আগে আগামী ১১ অক্টোবর উইন্ডহকে নামিবিয়ার বিপক্ষে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা। এ ম্যাচের জন্য ঘোষিত দলেও আছেন বাঁহাতি এ ওপেনার।

ওয়ানডেতে ১৫৫ ইনিংসে ৪৫.৭৪ গড়ে ও ৯৬.৬৪ স্ট্রাইক রেটে ৬ হাজার ৭৭০ রান করেছেন ডি কক, পেয়েছেন ২১টি সেঞ্চুরি। ৯২ টি-টোয়েন্টিতে ১৩৮.৩২ স্ট্রাইক রেটে ২ হাজার ৫৮৪ রান করেছেন। ২০১৫, ২০১৯ ও ২০২৩ বিশ্বকাপে খেলেছেন ডি কক।

আরও পড়ুন:

২০২৩ বিশ্বকাপের পর ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ডি কক। দক্ষিণ আফ্রিকার জার্সিতে সাদা বলে তার শেষ ম্যাচ ছিল বার্বাডোসে, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে। একদিনের ক্রিকেট থেকে অবসর নিলেও টি-টোয়েন্টিতে না খেলার আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি প্রোটিয়া এই ক্রিকেটার।

সাবেক প্রোটিয়া কোচ রব ওয়াল্টারও ডি ককের ভবিষ্যৎ নিয়ে সন্দিহান ছিলেন। এর মাঝে বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত ছিলেন তিনি। সদ্য শেষ হওয়া ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও মাঠ মাতিয়েছেন ডি কক।

ইএ