বিসিবি নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ তামিমের

সাবেক ক্রিকেটার তামিম ইকবাল
সাবেক ক্রিকেটার তামিম ইকবাল | ছবি: এখন টিভি
0

বিসিবি নির্বাচনে সরকারি হস্তক্ষেপের গুরুতর অভিযোগ তুলেছেন তামিম ইকবাল। দুই দফায় কাউন্সিলর মনোনয়ন ফরম জমা দেয়ার সময় বাড়ানোর ইস্যুতে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন বিসিবি সভাপতিকেও। আজ (রোববার, ২১ সেপ্টেম্বর) আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তামিম। সংগঠকদের সঙ্গে নৈতিক সমর্থন জানিয়ে নির্বাচনে সরকারি হস্তক্ষেপ হলে রাজনৈতিকভাবে প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।

বিসিবির নির্বাচন হওয়ার কথা উৎসবমুখর! কিন্তু দৃশ্যপট যেন তার সম্পূর্ণ বিপরীত। উৎসবের পরিবর্তে যেখানে ঠাঁই পেয়েছে বিতর্ক। নির্বাচনের আগেই স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগ তামিম ইকবাল-ইশরাক হোসেনসহ বেশ কয়েকজন ক্রীড়া সংগঠক ও কাউন্সিলরদের। আর অভিযোগের তীর খোদ ক্রীড়া উপদেষ্টা ও বিসিবি সভাপতির বিরুদ্ধে।

সাবেক ক্রিকেটার তামিম ইকবাল বলেন, ‘স্পোর্টস অ্যাডভাইজার, ক্যাবিনেট সেক্রেটারি থেকে ডাইরেক্ট চিঠি যাওয়া এমন ঘটনা আগে কেউ শোনেনি। কনস্টিটিউশন অনুযায়ী আমি যতটুকু জানি কনস্টিটিউশন হিসেবে ইলেকশন কমিশন গঠন হওয়ার পর উনি কোনো ধরণের কোনো চিঠিতে সাইন করতে পারবেন না।’

মূলত নির্বাচনকে কেন্দ্র করে গত ১৭ সেপ্টেম্বরেরে মধ্যে জেলা পর্যায় থেকে ৫৩ জন সংগঠক কাউন্সিলর হওয়ার জন্য বিসিবিতে আবেদন জমা দেন। কিন্তু ১৮ সেপ্টেম্বর আগের আবেদন বাতিল করার আদেশ জারি করে চিঠি পাঠানো হয়। যেখানে বিসিবির সিইওর পরিবর্তে স্বাক্ষর করেন খোদ বিসিবি সভাপতি। মূলত এরপর থেকেই ক্রীড়া সংগঠকদের মধ্যে অসন্তোষের শুরু হয়। স্পষ্টভাবে জানানো হয় কাউন্সিলরশিপ নিয়ে ষড়যন্ত্র মেনে নেয়া হবেনা।

আরও পড়ুন:

তামিম ইকবাল এ নিয়ে জানান, সংগঠক কাউন্সিলর হওয়ার জন্য আবেদন জমা দেয়ার বিষয়টি সবার জন্য উন্মুক্ত হওয়া উচিত।

এদিকে, প্রতিবাদ সংবাদ সম্মেলনে একাত্মতা প্রকাশ করেন ব্রাদার্স ইউনিয়ন ক্লাব থেকে কাউন্সিলর মনোনয়ন নেয়া বিএনপি নেতা ইসহাক হোসেনও। বিসিবি নির্বাচন ঘিরে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে তিনি বলেন উদ্দেশ্যপ্রণোদিত ভাবে সরকারি চাপ প্রয়োগের চেষ্টা কার হলে রাজনৈতিকভাবে প্রতিহত করা হবে।

বিএনপি নেতা ইশরাক হোসেন বলেন, ‘এটি আমাদের স্পষ্ট বার্তা কোনোভাবেই ডিসি সাহেবের ওপর চাপ প্রয়োগ করে কাউন্সিলর পরিবর্তন করার যে চেষ্টা তারা করছে সেটিকে যদি তারা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে আমরাও তাহলে রাজনৈতিকভাবে মোকাবেলা করার জন্য যেকোনো সময় প্রস্তুত আছি।’

এসবের মধ্যেই পেছালো বিসিবি নির্বাচনের দিনক্ষণ। দুদিন পিছিয়ে আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বহুল আলোচিত ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের নির্বাচন।

এফএস