সম্প্রতি টি-টোয়েন্টি ফরম্যাটের দলগুলোর রেটিং পয়েন্টের তথ্য নতুন করে হালনাগাদ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। চলমান এশিয়া কাপে আফগানিস্তানকে হারানোয় র্যাংকিংয়ে এক ধাপ এগিয়েছে টাইগাররা।
দুই দলের রেটিং পয়েন্ট সমান ২২২। তবে ৫৫ ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ১২ হাজার ২২৩ অপরদিকে ৩৭ ম্যাচে আফগানদের পয়েন্ট আট হাজার ২১৩।
আরও পড়ুন:
নতুন হালনাগাদকৃত র্যাংকিংয়ের তথ্যানুযায়ী, নিজেদের শীর্ষ স্থান ধরে রেখেছে ভারত। তাদের রেটিং পয়েন্ট ২৭১।
এদিকে ২৬৬ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে আছে অস্ট্রেলিয়া ও ২৫৩ রেটিং পয়েন্ট নিয়ে তিন নম্বরে নিউজিল্যান্ড।





