কনকাশন ও ওয়ানডের বল ব্যবহারে নতুন নিয়ম আনছে আইসিসি

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি
ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি | ছবি: সংগৃহীত
0

আলোচিত ও সমালোচিত কনকাশন নিয়ম ও ওয়ানডে ক্রিকেটে বল ব্যবহারের নিয়মে পরিবর্তন আনতে যাচ্ছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। শ্রীলঙ্কা-বাংলাদেশ সিরিজ থেকে দুটি নিয়মই কার্যকর হবে।

নতুন নিয়ম অনুযায়ী প্রতি দলকে ম্যাচ শুরুর আগে বিকল্প হতে পারেন এমন একজন করে ব্যাটার, বোলার, পেসার, স্পিনার ও উইকেটরক্ষকের নাম জমা দিতে হবে।

তালিকায় না থাকা কোন খেলোয়াড়কে পরিবর্তিত হিসেবে নেয়া যাবে না। যদি দুর্ভাগ্যজনকভাবে বিকল্প খেলোয়াড়ও মাথায় আঘাত পান সেক্ষেত্রে ম্যাচ রেফারি তালিকার বাইরে থেকে একজন লাইক ফর লাইক বা সাদৃশ্য খেলোয়াড়কে অনুমোদন করতে পারেন।

নতুন নিয়ম টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কার্যকর হবে না। পাশাপাশি ওয়ানডেতে দুই প্রান্তে দুটি বল ব্যবহারের নিয়মেও বদল এসেছে।

নতুন নিয়মে ৩৪ ওভার পর্যন্ত দুটি বল ব্যবহার করে শেষ ১৫ ওভার ফিল্ডিং দলের বেছে নেয়া একটি বল দিয়ে খেলা হবে।

তবে যে ম্যাচগুলো ২৫ ওভারের কম খেলা হবে সেখানে একটি বলই ব্যবহার করা হবে।

সেজু