নতুন নিয়ম অনুযায়ী প্রতি দলকে ম্যাচ শুরুর আগে বিকল্প হতে পারেন এমন একজন করে ব্যাটার, বোলার, পেসার, স্পিনার ও উইকেটরক্ষকের নাম জমা দিতে হবে।
তালিকায় না থাকা কোন খেলোয়াড়কে পরিবর্তিত হিসেবে নেয়া যাবে না। যদি দুর্ভাগ্যজনকভাবে বিকল্প খেলোয়াড়ও মাথায় আঘাত পান সেক্ষেত্রে ম্যাচ রেফারি তালিকার বাইরে থেকে একজন লাইক ফর লাইক বা সাদৃশ্য খেলোয়াড়কে অনুমোদন করতে পারেন।
নতুন নিয়ম টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কার্যকর হবে না। পাশাপাশি ওয়ানডেতে দুই প্রান্তে দুটি বল ব্যবহারের নিয়মেও বদল এসেছে।
নতুন নিয়মে ৩৪ ওভার পর্যন্ত দুটি বল ব্যবহার করে শেষ ১৫ ওভার ফিল্ডিং দলের বেছে নেয়া একটি বল দিয়ে খেলা হবে।
তবে যে ম্যাচগুলো ২৫ ওভারের কম খেলা হবে সেখানে একটি বলই ব্যবহার করা হবে।





