ক্যারিয়ারের প্রথম শতক হাঁকালেন ইমন

পারভেজ হোসেন ইমন
পারভেজ হোসেন ইমন | ছবি: সংগৃহীত
0

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করলেন পারভেজ হোসেন ইমন।

২০২২ সালে লাল-সবুজ জার্সিতে আন্তর্জাতিক অভিষেক হয় ইমনের। টি-টোয়েন্টি ক্যারিয়ারে আগের ৭ ম্যাচে মাত্র ৮৮ রান করেছিলেন তিনি। তবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাইলফলক স্পর্শ করার ম্যাচে এক ইনিংসেই ছাড়িয়ে গেলেন আগের রান।

ক্যারিয়ার স্ট্রাইক রেট ১০০ নিচে হলেও ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পাওয়ার ম্যাচে ১৮৫ স্ট্রাইক রেটে রান তুলেছেন পারভেজ হোসেন ইমন। ৫৪ বলে ১০০ রানের ইনিংসটি ইমন সাজিয়েছেন ৫ চার আর ৯ ছয় হাঁকিয়ে।

এসএস