টি-টোয়েন্টি দল থেকে বাদ: নেতৃত্ব ছাড়ার হুঁশিয়ারি রিজওয়ানের

টি-টোয়েন্টি দল থেকে বাদ, নেতৃত্ব ছাড়ার হুঁশিয়ারি রিজওয়ানের | এখন
0

টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়ার পর এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ক্যাপ্টেন্সি ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন দলটির ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। পিসিবির চেয়ারম্যান মহসীন নাকভীর সাথে বৈঠকে বসে দ্রুতই নিজের সিদ্ধান্ত জানাবেন তিনি।

সম্প্রতি পাকিস্তানি এক গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে রিজওয়ান জানান, চেয়ারম্যানের সাথে বৈঠকে অধিনায়কের ক্ষমতা বাড়ানোর প্রস্তাব দিবেন এই উইকেট কিপার ব্যাটার।

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে অধিনায়কে কোনো মতামত নেয়নি দলটির টিম ম্যানেজমেন্ট। কোচ আকিভ জাবেদের সাথেও দ্বন্দ্বের গুঞ্জন রয়েছে রিজওয়ানের।

যে কারণেই কোনো কারণ না জানিয়েই টি-টোয়েন্টি দল থেকে বাদ দেয়া হয় তাকে। আগামী বৈঠকে মহসীন নাকভীর কাছে এসব প্রশ্নের উত্তর চাইবেন তিনি।

আর উত্তর না পেলে সেখানেই অধিনায়কের দায়িত্ব ছেড়ে দিবেন বলে গণমাধ্যমে জানিয়েছেন মোহাম্মদ রিজওয়ান।

ইএ