২০২৪-২৫ মৌসুমের ঢাকা প্রিমিয়ার লিগের দলবদলের পর কাগজে কলমে শক্তিশালী দল গঠন করে লিজেন্ডস অব রূপগঞ্জ। তানজিদ তামিম-সৌম্য সরকার-শরিফুল ইসলামের মতো একঝাঁক জাতীয় দলের তরুণ তারকাদের সমন্বয়ে গড়া দল নিয়ে প্রত্যাশা ছিল আকাশচুম্বী।
গাজী গ্রুপ ক্রিকেটার্সকে হারিয়ে টুর্নামেন্টের শুরুটাও হয়েছিলো উড়ন্ত। তবে এরপর খেই হারিয়েছে রূপগঞ্জ। লিগের এ পর্যায়ে এসে তারা নেই সেরা চারেও। তবে বিরতির পর ঘুরে দাঁড়ানোয় নজর রূপগঞ্জ ওপেনার তামিমের।
লিজেন্ডস অব রূপগঞ্জের ব্যাটার তানজিদ হাসান তামিম বলেন, ‘যতগুলো ম্যাচ আছে, সুপার লিগ আছে সামনে। সবগুলো কাজে লাগবে। আশা করি ঈদের পরে সবাই এখনো ফ্রেশ। আমরা যদি ভালোভাবে শুরু করতে পারি, অ্যাজ এ ব্যালেন্সড টিম পরবর্তীতে এটা ভালো কাজে লাগবে।’
আগের রাউন্ডে দলের পারফরম্যান্স কিছুটা হতাশাজনক। পরিস্থিতি বিবেচনায় চ্যাম্পিয়নশিপ নিয়ে না ভাবলেও ম্যাচ বাই ম্যাচ ভাবছেন এই বাঁহাতি ব্যাটসম্যান।
তানজিদ হাসান তামিম বলেন, ‘আসলে আমরা এখন অতদূর চিন্তা করছি না। রেসে থাকতে হলে আমাদের জন্য প্রত্যেকটা ম্যাচ গুরুত্বপূর্ণ। আমাদের প্রত্যেককে ম্যাচ বাই ম্যাচ এগোতে হবে। আগামীকাল ভালো মোমেন্টাম পেলে আমাদের জন্য ভালো হবে।’
দল ভালো না করলেও ব্যাট হাতে ছন্দে আছেন তানজিদ তামিম। তবু এতেই সন্তুষ্ট নন জাতীয় দলের এই ওপেনার।
তিনি বলেন, ‘শুরু করাটা সব ব্যাটসম্যানের জন্যই কঠিন। সেখানে আমি শুরু করতে পারছি কিন্তু মাঝখানে হয়তো আমি ক্যারি করতে পারছি না। আমি মনে করি এখানে আমার রেসপন্সিবিলিটির অভাব রয়েছে। এখন আমি দায়িত্ব নিয়ে কীভাবে দলকে সহায়তা করতে পারি সেটা নিয়ে কাজ করছি।’
বিকেএসপির উইকেট নিয়ে তামিমের কন্ঠে ঝরেছে প্রশংসা। বিরতি শেষে সোমবার সেখানেই পারটেক্সের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠের লড়াইয়ে ফিরবেন তামিম-আকবররা।