ডিপিএলের মাঝেই জিম্বাবুয়ে সিরিজ: ক্রিকেটারদের ছাড়াই খেলতে হবে ক্লাবগুলোকে

৮০ শতাংশ বেতন পরিশোধের নজির

ক্রিকেট
এখন মাঠে
0

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) মাঝপথেই ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজ। জাতীয় দলের ক্রিকেটারকে ছাড়াই অনেকটা পথ পাড়ি দিতে হবে ডিপিএলের অনেক ক্লাবকে। লিটন-নাহিদ-রিশাদরা খেলতে যাবেন পিএসএলে। তবে চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত দলগুলো। আর প্রতিবন্ধকতা থাকলেও টুর্নামেন্টে মাঝেই ৮০ শতাংশ বেতন পরিশোধের নজির আবাহনীর।

ইচ্ছা থাকলে উপায় হয়! লিগ শেষ হয় কিন্তু বেতন পরিশোধ হয় না। ঘরোয়া ক্রিকেটে এমন অভিযোগ বহু পুরনো। তবে আবাহনী বরাবরই ব্যতিক্রম। চলতি ডিপিএলের ইতোমধ্যেই ক্রিকেটারদের ৮০ শতাংশ বেতন পরিশোধ করেছে দলটি।

আবাহনী লিমিটেডের কোচ হান্নান সরকার বলেন, ‘আর্থিকভাবে এ বছর অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে। আর্থিকভাবে ক্ষতিগ্রস্তটাকে কাটিয়ে উঠার জন্য পেমেন্ট সিস্টেমটা খুব ভালো করার চেষ্টা করেছি ম্যানেজমেন্টের সাথে কথা বলে। প্রথমে একটা ভালো পেমেন্ট করেছি, দের আগে আরেকটা পেমেন্ট করেছি। এখন প্রায় ৮০ শতাংশ পেমেন্ট ক্লিয়ার।’

আসন্ন জিম্বাবুয়ে টেস্ট সিরিজ সামনে রেখে ১২ তারিখ থেকে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। শীর্ষ দলগুলোর অনেক ক্রিকেটারকেই যোগ দিতে হবে ক্যাম্পে। সেটা নিয়েও দলগুলোর আছে ভিন্ন পরিকল্পনা।

হান্নান সরকার বলেন, ‘টেস্ট খেলোয়াড়রা সে ম্যাচে আন অ্যাভেইলেবল হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি সেটা হয়ে থাকে, সব দলের জন্যই সেটা ঘটবে। আর যদি আমরা সবাইকে পাই সেটাতেও আমি খুশি থাকবো। আমি চাই আসলে আমার পুরো দল নিয়েই খেলার জন্য। যদি বোর্ডের কোনো সিদ্ধান্ত হয় সেটা কেউ আমরা সাপোর্ট করার চেষ্টা করবো।’

প্রথম টেস্টের পর পিএসএল খেলতে যাবেন নাহিদ রানা। ডিপিএলের বাকি সময়টায় গতিময় এই পেসারকে পাবে না আবাহনী। তবুও ক্রিকেটারদের এনওসি পাওয়ার বিষয়টাকে ইতিবাচকভাবেই দেখছেন দলটির কোচ হান্নান সরকার।

তিনি বলেন, ‘যদি আমরা ১২ তারিখের ম্যাচে নাহিদকে পাই সেটা এক ধরনের প্ল্যান হবে, যদি না পাই সেটা আরেক ধরনের প্ল্যান হবে। তবে নাহিদকে এনওসি যে দেয়া হয়েছে পিএসএলের জন্য, মার মনে হয় এটা পজেটিভভাবেই চিন্তা করা হয়েছে। শুধু নাহিদ না বাকি যারা যাচ্ছে সবাইকে এই ছাড়পত্র দেয়ার কালচারটা গতবছর যখন আমি নির্বাচক প্যানেলে ছিলাম তখনই আমাদের মধ্যে আলোচনা হয়েছে।’

এসএস