একইসাথে বাছাইপর্বে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে দু'টি ম্যাচও চ্যালেঞ্জিং বলে মানছেন তিনি।
১০ এপ্রিল নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশের মেয়েরা। পরে ১৩, ১৫ ও ১৭ এপ্রিল আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও ক্যারিবিয়ানদের মুখোমুখি হবে নিগার সুলতানার দল।
এছাড়া সবশেষ স্বাগতিক পাকিস্তানের সাথে ১৯ এপ্রিলের ম্যাচ দিয়ে শেষ হবে বাছাই পর্ব। ৬ দলের এই বাছাই পর্বে সেরা দু'দল জায়গা করে নেবে বিশ্বকাপের মূলপর্বে।