১৩তম আসর শেষ করে ১৪তম আসরে পা দিয়েছে আইপিএল। তবুও শিরোপা অধরা থেকে গেছে বিরাট কোহলির দল হয়ে ওঠা ব্যাঙ্গালুরু। অবশ্য পেছনের ব্যর্থতা ভুলে চলতি আসরে প্রথম দুই ম্যাচেই জয় তুলে নিয়েছে তারা।
চার পয়েন্টস নিয়ে গ্রুপ টেবিলে সবার উপরে অবস্থান কোহলির দলের। জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে নিজেদের তৃতীয় ম্যাচে বুধবার গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে বিরাট কোহলিরা।
দুই ম্যাচে এক জয় নিয়ে প্রতিপক্ষ গুজরাট টাইটান্সের অবস্থান পয়েন্ট টেবিলের চার নম্বরে। সবশেষ পাঁচ সাক্ষাতে গুজরাটের দুই জয়ের বিপরীতে তিন জয় নিয়ে ফেভারিট তকমা অবশ্য ব্যাঙ্গালুরুর দিকেই।