এর আগে গত সোমবার (২৪ মার্চ) সাভারের বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ খেলতে নেমে অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। মাঠে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় দ্রুত তাকে সাভারের ফজিলাতুন্নেছা হাসপাতালে নেয়া হয়।
সেখানে হঠাৎ করেই হার্ট অ্যাটাক হয়েছে এই ব্যাটারের। পরে গাজীপুরের কেপিজি হাসপাতালে তার হার্টে রিং প্রতিস্থাপন করা হয়।
গত মঙ্গলবার (২৫ মার্চ) রাতে এই ক্রিকেটারকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়।