উন্নত চিকিৎসায় প্রয়োজনে তামিম ইকবালকে থাইল্যান্ডে নেয়া হবে: ক্রীড়া উপদেষ্টা

ক্রিকেট
এখন মাঠে
0

উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে তামিম ইকবালকে থাইল্যান্ডে নেয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। আজ (মঙ্গলবার, ২৫ মার্চ) রাতে ঢাকায় নিয়ে আসার পর হাসপাতালে তামিমকে দেখতে যান বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও সাবেক ফুটবলার আমিনুল ইসলামও।

মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অলৌকিকভাবে জীবন ফিরে পেয়েছেন তামিম ইকবাল। একদিন আগে তার হৃদস্পন্দন থেমে যাওয়ার সঙ্গে সঙ্গে যেন থেমে যায় গোটা দেশ। তাৎক্ষণিক ব্যবস্থাপনায় আপাত স্বস্তি ফিরেছে। তবু শঙ্কার কালো মেঘ এখনও হাতছানি দিয়ে ডাকে।

আরও উন্নত সেবার জন্য তাই তামিম ইকবালকে আনা হয়েছে ঢাকায়। রাতে এভারকেয়ারে পৌঁছানোর পর সেখানে তাকে দেখতে ছুটে যান যুব ও ক্রীড়া উপদেষ্টা। জানান প্রয়োজনে আরও উন্নত সেবার জন্য তাকে নেয়া হতে পারে বিদেশেও।

আসিফ মাহমুদ বলেন, 'ডাক্তারদের সাথে তামিম তার পরিবার কথা বলছে। যদি ডাক্তাররা এ ধরনের কিছু সাজেস্ট করে তাহলে পরিবারের অনুমতিতে তাকে থাইল্যান্ড নিয়ে যাওয়া হবে। তামিম ইকবালের ফিরে আসাটা মিরাকল এবং আল্লাহর অশেষ রহমত আর সবার দোয়া।'

তামিম ইকবালের সঙ্গে দেখা করে কথা বলেছেন ফরচুন বরিশালের স্বত্বাধিকারী মিজানুর রহমান। ফ্র্যাঞ্চাইজিটিকে ব্যাক টু ব্যাক ট্রফি জেতানো অধিনায়কের পাশে সবসময়ই থাকার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

রাতেই তামিম ইকবালকে দেখতে হাসপাতালে ছুটে যান বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলামও।

এসএস