আইপিএলে রাজস্থানের বিপক্ষে সানরাইজার্সের দাপুটে জয়

ক্রিকেট
এখন মাঠে
0

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে রাজীব গান্ধী স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসকে ৪৪ রানে হারিয়েছে সানরাইজার্স হায়দারাবাদ।

টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন হায়দারাবাদের দুই ওপেনার ট্রাভিস হেড ও অভিষেক শর্মা। ব্যক্তিগত ২৪ রানে অভিষেক বিদায় নিলেও তাণ্ডব অব্যাহত রাখেন হেড ও তিনে নামা ঈশান কিশান।

হেডের ফিফটি ও ঈশানের ঝোড়ো সেঞ্চুরিতে ৬ উইকেট হারিয়ে ২৮৬ রানের পাহাড়সম সংগ্রহ পায় স্বাগতিকরা। ইংলিশ তারকা পেসার জফরা আর্চার চার ওভারে ৭৬ রান দিয়ে উইকেটশূন্য থাকেন। জবাব দিতে নেমে ৫০ রানেই ৩ উইকেট হারায় রাজস্থান।

সাঞ্জু স্যামসন ও ধ্রুভ জুড়েলের জোড়া অর্ধশতকের পর শেষদিকে ঝড় তোলেন শিমরন হেটমায়ার ও শিবাম দুবে।

শেষপর্যন্ত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ২৪২ রানেই থামে রয়্যালসের ইনিংস ।

ইএ