আগামীকাল মাঠে গড়াচ্ছে আইপিএলের ১৮তম আসর

ক্রিকেট
এখন মাঠে
0

আগামীকাল শনিবার (২২ মার্চ) মাঠে গড়াচ্ছে বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৮তম আসর। বাংলাদেশ সময় খেলা মাঠে গড়াবে রাত ৮ টায়।

উদ্বোধনী ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে মাঠে নামবে গেলবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

এবারও জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে থাকবেন নাইট রাইডার্সের স্বত্বাধিকারী শাহরুখ খান।

তবে দর্শকদের জন্য শঙ্কার তথ্য হলো, আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী কলকাতায় রাত ৮ টা থেকে ১০ টায় বৃষ্টির সম্ভাবনা প্রবল।

প্রথম ম্যাচের ছাড়াও ২৫ মে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের আয়োজকও ইডেন গার্ডেন্স। এবারের আসরে সব মিলিয়ে ১৩ ভেন্যুতে ৭৮ টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

গ্রুপ পর্ব শেষে আগামী ২০ মে শুরু হবে নক আউট রাউন্ড। প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর ম্যাচ হবে হায়দারাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে।

ইএ