জাতীয় দলের পর ক্লাবেও একাদশের বাইরে মাহমুদউল্লাহ

.
ক্রিকেট
এখন মাঠে
0

জাতীয় দলের জার্সিতে মাহমুদউল্লাহ এখন অতীত। তবে অবসর ঘোষণার আগে থেকেই মোহামেডানের একাদশের বাইরে রিয়াদ। আনুষ্ঠানিক ভাবে জানা না গেলেও মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যানেজার জানিয়েছেন রিয়াদের একাদশের বাইরে থাকার কারণ ইনজুরি। তাই মূল মাঠের খেলা রেখে একাডেমি মাঠে ঘাম ঝড়িয়েছেন মাহমুদউল্লাহ।

মিরপুর একাডেমি মাঠে অনুশীলনে ব্যস্ত মাহমুদউল্লাহ! অথচ মূল মাঠে চলছে মোহামেডান-লিজেন্ডস অব রুপগঞ্জের ডিপিএল ম্যাচ। হাইভোল্টেজ ম্যাচে রিয়াদের দলছুট হওয়ার কারণটা সহজেই অনুমেয়। মোহামেডানে সেরা একাদশেই যে জায়গা হয়নি সদ্যই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়া রিয়াদের।

ডিপিএলের প্রথম ম্যাচে ১৪ বলে ১০ রান করে আউট। এরপর টানা ৪ ম্যাচে সাইডবেঞ্চে রিয়াদ। কারণটা নিয়ে ধোঁয়াশা থাকলেও মোহামেডান টিম ম্যানেজমেন্ট জানিয়েছে পায়ে পুরোনো কাফ মাসলের ব্যথার কারণে একাদশের বাইরে রিয়াদ।

প্রথম ম্যাচে ব্যথা নিয়ে খেললেও পরের ম্যাচগুলিতে আর ঝুঁকি নেয়নি এমএসসি ম্যানেজমেন্ট। শতভাগ ফিট সময় লাগবে আরো এক সপ্তাহ। অর্থাৎ নিশ্চিতভাবেই আরো দুটি ম্যাচ বাইরে থাকতে হবে রিয়াদকে। আর শতভাগ ফিট না থাকলে মিস করতে পারেন শাইনপুকুরের ম্যাচও।

ইএ