সর্বশেষ ৭৫ শতাংশ ম্যাচ ফি কমিয়ে দিয়েছিল পিসিবি। গেল বছর পাকিস্তানের জাতীয় টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপে প্রতি ম্যাচ খেলে ৪০ হাজার পাকিস্তানি রুপি বেতন পেতো ক্রিকেটাররা।
প্রথম একাদশের বাইরে থাকা ক্রিকেটাররা পেতেন ২০ হাজার রুপি। এবার তা কমিয়ে করা হয় যথাক্রমে ১০ হাজার ও ৫ হাজার রুপি। তবে চাপের মুখে নিজেদের সিদ্ধান্ত বদলাতে বাধ্য হয় পিসিবি।