দুবাইয়ে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে ভারতীয়রা। কিউই পেসারদের তোপের মুখে পড়ে মাত্র ৩০ রানেই বিদায় নেন রোহিত-কোহলি-গিলরা। তবে শ্রেয়াস আইয়ারের ৭৯, আক্সার প্যাটেলের ৪২ আর শেষদিকে হার্দিক পান্ডের ৪৫ রানে চড়ে, ২৪৯ রানের সংগ্রহ পায় ভারত।
কিউই পেসার ম্যাট হেনরি তুলে নেন ৫ উইকেট।
জবাব দিতে নেমে ভারতীয় স্পিনারদের ঘূর্ণিতে বিভ্রান্ত হতে থাকেন নিউজিল্যান্ডের ব্যাটাররা। এক কেইন উইলিয়ামসন ছাড়া আর কেউই উইকেটে থিতু হতে পারেননি। অভিজ্ঞ উইলিয়ামসন খেলেন ৮১ রানের ইনিংস।
তবে অন্যদের ব্যর্থতায় ২০৫ রানে গুটিয়ে ব্ল্যাক ক্যাপরা। ভারতীয় স্পিনার বরুণ চক্রবর্তী মাত্র ৪২ রানের বিনিময়ে শিকার করেন ৫ উইকেট।