চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে আফগানিস্তান। দু'দলের ম্যাচটি শুরু হবে দুপুর ৩ টায়। এ মুহূর্তে ৩ পয়েন্ট নিয়ে 'বি' গ্রুপের দুই নাম্বারে অবস্থান করছে অজিরা। আফগানদের হারাতে পারলেই সেমিফাইনালে উঠে যাবে স্টিভ স্মিথরা। তবে, হারলে তাকিয়ে থাকতে হবে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচের দিকে।
আর হাশমতউল্লাহ শাহিদীদের শেষ চার নিশ্চিত করতে হলে জয়ের কোনো বিকল্প নেই। ইতোমধ্যে শক্তিশালী দল ইংল্যান্ডকে হারিয়ে দুই পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে যুদ্ধ বিধ্বস্ত দেশটি।
'বি' গ্রুপে অস্ট্রেলিয়া-আফগানিস্তান ছাড়াও দক্ষিণ আফ্রিকার সেমিফাইনালে উঠার সুযোগ রয়েছে।