যত গর্জে তত বর্ষে না। তা আরো একবার প্রমাণ করল বাংলাদেশ দল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে ম্যাচের আগে সেরা প্রস্তুতি নিয়েও আসরের শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ।
যেখানে ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তানের মতো দল আন্তর্জাতিক ম্যাচ খেলে নিজেদের তৈরি করেছে। সেখানে শুধু অনুশীলনে ভরসা করে আসর শুরু করা বোকামি বলে মনে করেন সাবেক অধিনায়কে মোহাম্মদ আশরাফুল। অন্যদিকে টপ অর্ডার ব্যাটারদের পারফরম্যান্সে ঘাটতি ধরা পড়েছে বলছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান।
তিনি বলেন, ‘আমাদের টপ অর্ডারের প্লেয়াররা ভালো করতে পারে নাই। কেউ যদি খেলাকে এনজয় না করতে পারে তার খেলা উচিত না।’
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল বলেন, ‘আইসিসি ইভেন্টে যাওয়ার আগে সঠিকভাবে প্রস্তুতি নেয়া হয়নি আমাদের প্লেয়ারদের। বিশেষ করে আমরা যেখানে ওয়ানডে ক্রিকেট খেলতে যাবো সেখানে আমরা বিগত দুইমাস কোনো ওয়ানডে ক্রিকেট খেলি নাই।’
ভারতের বিপক্ষে বুক চিতিয়ে লড়াই করা তাওহীদ হৃদয়, জাকের আলি অনিকের ব্যাটিংয়ে প্রশংসা করে পুরাতনদের জায়গা ছাড়ার পরামর্শ দিয়েছেন রকিবুল। এদিকে প্রথম ম্যাচে ২২৯ রানের লক্ষ্যে তাড়া করতে বোলিং নিয়ে যে পরিকল্পনা দরকার ছিল টিম ম্যানেজমেন্ট সেখানে ব্যর্থ হয়েছে বলে মনে করেন আশরাফুল।
আশরাফুল বলেন, ‘তানজিম সাকিবকে কিন্তু নতুন বলে বল করানো হয় নাই। নতুন বলে সে যতটা প্রভাব ফেলতে পারে পুরাতন বলে তা পারে না।’
সাবেক অধিনায়ক রকিবুল হাসান বলেন, ‘আমি মনে করি মুশফিকুর রহিমকে এখন সরে যাওয়া উচিত। শুধু অভিজ্ঞতা দিয়ে কাজ হবে না। স্কিল, টেকনিক, পাওয়ার সবকিছুর একটা সংমিশ্রণ লাগবে।’
এদিকে টাইগারদের এমন হতশ্রী পারফরম্যান্সে খেলা দেখার আগ্রহ হারিয়ে ফেলছেন দর্শকরা।
ম্যানেজমেন্টের সঠিক পরিকল্পনা আর ক্রিকেটাররা দায়িত্ব নিয়ে খেললে আসরে বাকি ম্যাচগুলোতে ভালো করা সম্ভব বলে মনে করেন সাবেকরা।