নতুন যেসব রেকর্ডের সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি

0

চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড ক্রিস গেইলের। তবে রোহিত-কোহলিরা ভেঙে দিতে পারেন সেটি। এমন আরো বেশকিছু রেকর্ড আছে যেগুলো ভেঙে যেতে পারে এবারের আসরে।

১৯৯৮ সালে বাংলাদেশে বসে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম আসর। সেবার চ্যাম্পিয়ন হয় দক্ষিণ আফ্রিকা। এরপর ২০০০ সালে টুর্নামেন্টটি হয় আইসিসি নক আউট ট্রফি নামে। ২০০২-২০‌১৭ পর্যন্ত আরও ৬ বার অনুষ্ঠিত হয় আসরটি। সবমিলিয়ে ৮ আসরে সর্বোচ্চ দুইবার চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। একবার করে ট্রফি জেতে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ।

চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহটি নিউজিল্যান্ডের। ২০০৪ সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৩৪৭ রান তোলে তারা। সে ম্যাচে ২১০ রানে হারে যুক্তরাষ্ট্র, যেটি আসরটির ইতিহাসে সর্বোচ্চ রানের ব্যবধানে হারের রেকর্ডও। একই আসরে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসরের সর্বনিম্ন ৬৫ রানে গুটিয়ে যায় সেই যুক্তরাষ্ট্রই। ২০১৭ সালে এক ম্যাচে সর্বোচ্চ ৬৪৩ রান ওঠে ভারত-শ্রীলঙ্কা ম্যাচে।

৭৯১ রান করে চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বোচ্চ রানের তালিকায় শীর্ষে ক্রিস গেইল। এরমধ্যে এক আসরে করেছেন ৪৭৪ রান, যেটিও রেকর্ড। বর্তমানে খেলা ব্যাটারদের মধ্যে কাছাকাছি আছেন ভিরাট কোহলি ও রোহিত শর্মা।

এক ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত রান নাথান অ্যাস্টলের ১৪৫। সর্বোচ্চ ১৪৪.৫০ গড়ে রান করেছেন সাইদ আনোয়ার। টুর্নামেন্টে সর্বোচ্চ ৩টি করে সেঞ্চুরি আছে শিখর ধাওয়ান, হার্শেল গিবস, সৌরভ গাঙ্গুলী ও ক্রিস গেইলের।

বল হাতে ২৮ উইকেট নিয়ে শীর্ষে কাইল মিলস। ২৫ উইকেট নিয়ে দুইয়ে আছেন মালিঙ্গা। ২৪ উইকেট নিয়ে এরপরই আছেন মুরালিধরন। এক আসরে সর্বোচ্চ ১৩ উইকেট শিকারের রেকর্ড হাসান আলীর।

দীর্ঘ ৮ বছর পর আবারও শুরু হতে যাওয়া এই আসরে এবারও হয়ত দেখা মিলবে নতুন নতুন রেকর্ডের।

এএম