২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির লড়াই শুরু করবে টাইগাররা। এর আগে ১৭ ফেব্রুয়ারি দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রতিপক্ষ পাকিস্তান শাহিনস।
দেশ ছাড়ার আগে মিরপুরের শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে কন্ডিশনিং ক্যাম্প করেছে রিয়াদ,মুশফিক, মিরাজরা। দুবাইয়ে আসর শুরুর আগেও সেখানে আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেয়ার সময় পাবেন শান্তর দল।
ভারতের বিপক্ষে ম্যাচ শেষ করেই উড়াল দেবে পাকিস্তানের উদ্দেশ্যে। রাওয়ালপিন্ডিতে ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং ২৭ ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ করবে শান্ত বাহিনী।