প্রতি মুহূর্তে রেকর্ড গড়ছে স্বর্ণের দাম। ভূ- রাজনৈতিক অস্থিরতার কারণে সৃষ্ট ভয়- আতঙ্ক, মুদ্রাস্ফীতি ও ডলারের মান হ্রাস পাওয়ায় বিনিয়োগকারীরা ঝুঁকছেন নিরাপদ বিনিয়োগের প্রতি। আর এতে সবার প্রথম পছন্দ মূল্যবান সোনালী ধাতু সোনা।
শুক্রবার নতুন রেকর্ড গড়ে আউন্সপ্রতি স্বর্ণের দাম। ০.৪ শতাংশ বেড়ে আউন্সপ্রতি স্বর্ণের মূল্যে প্রায় পাঁচ হাজার ডলারে পৌঁছায়। এছাড়া একইসময়ে বেড়েছে রুপার দাম। ধাতুটির আউন্স প্রতি দাম ছাড়িয়েছে ৯৬ ডলার।
তবে স্বর্ণের এ বাড়তি দামের মধ্যেও দুবাইয়ের জুয়েলারি শপগুলোতে ভিড় জমাচ্ছে সাধারণ ক্রেতারা। নিখুঁত স্বর্ণ তৈরিতে বিশ্বে খ্যাতি রয়েছে দেশটির। এ কারণে আরব আমিরাত ও এর বাইরের দেশের ক্রেতারা আসছেন সোনার দোকানগুলোতে।
ক্রেতাদের মধ্যে একজন বলেন, ‘দুবাইয়ের স্বর্ণের গ্যারান্টি আছে। এখানে স্বর্ণ কেনার সময় কোনো দ্বিধা-দ্বন্দ্বে থাকি না। আমি ১৮, ২১ বা ২২ যে ক্যারেটরই সোনা কিনা কেন নিশ্চিত থাকি আমি বিশুদ্ধটাই কিনছি। বহু বছর ধরে এখান থেকে স্বর্ণ কিনছি এবং কখনও হতাশ হইনি।’
আরও পড়ুন:
এদিকে মুদ্রার অবমূল্যায়ন বা সুদের হার হ্রাসের চেয়েও বিনিয়োগকারীদের মধ্যে ভয় ও আতঙ্কের কারণে সোনার দাম বাড়ে বলে মত দেন বিক্রেতারা।
তাদের মধ্যে একজন বলেন, ‘যখন স্বর্ণের দাম বাড়ে, তখন ধরে নেয়া হয় যুদ্ধ আসন্ন। এসময় মানুষ নিরাপদ বিনিয়োগের আসায় স্বর্ণ কিনতে শুরু করে । ফলে চাহিদা ও দাম সমান হারে বাড়ে।’
বিক্রেতাদের মধ্যে একজন বলেন, ‘স্বর্ণের দাম একটু একটু করে বাড়ছে। আর যখন দাম বাড়ে তখন মানুষ হুমড়ি খেয়ে আসে সবাই। আগে গ্রাহক মূল্যের বিষয়ে দরকষাকষি করতো। কিন্তু এখন দাম যাই হোক তারা কিনে নিয়ে যায়।’
তবে সোনার বাজারে সহসাই স্বস্তি মিলছে না বলে শঙ্কা প্রকাশ করেছে মার্কিন বিনিয়োগ ব্যাংকিং কোম্পানি গোল্ডম্যান স্যাকস। চলতি বছরের শেষ নাগাদ সোনালি ধাতুটির দাম আউন্সপ্রতি ৫ হাজার ৪০০ ডলারে পৌঁছোবে বলে জানায় প্রতিষ্ঠানটি। গোল্ডম্যান স্যাকসের বরাতে রয়টার্সের প্রতিবেদন, যেসব বিনিয়োগকারীরা সোনাকে নগদ অর্থ অপেক্ষা নিরাপদ মনে করে তারা বছরজুড়ে ধাতুটি কেনা অব্যাহত রাখবে। ফলে স্বর্ণের কমা অপেক্ষা ক্রমান্বয়ে বাড়বে।





