জাতীয় দলের ক্যাপ্টেন! অথচ বিপিএলে অধিকাংশ ম্যাচেই সময়ে কেটেছে ডাগ আউটে! ক্রিকেট পাড়ায় শান্তর প্রস্তুতি বিস্তর গুঞ্জন, সাইড বেঞ্চে থাকা শান্তর ব্যাট আদৌ কথা বলবে? সাবেক ক্যাপ্টেন আশরাফুল অবশ্য একেবারেই বিপরীত অভিমত জানিয়েছেন।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল বলেন, ‘শান্ত খেলতে পারেনি, কিন্তু এ সময় ও যে প্রিপারেশনটা নিয়েছে আমি মনে করি সে সবার চেয়ে বেটার প্রিপারেশন নিতে পেরেছেন। অনেকে হয়ত ভাবছেন শান্ত খেলতে পারে নি হয়তবা কী হবে। কিন্তু আমি মনে করি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সে ভালো পারফর্ম করতে পারবে। কারণ এ সময়টায় তারা ইন্ডিভিজ্যুয়াল ট্রেনিং করেছে।’
গ্রুপ পর্বে ভারত,নিউজিল্যান্ড-পাকিস্তানের মত শক্ত প্রতিপক্ষ তবু বিন্দুমাত্র বিচলিত নন হাবিবুল বাশার। ডেথ ওভারে মিস করবেন হাসান মাহমুদকে তবে স্কোয়াডে থাকা ক্রিকেটারদের নিয়ে আত্মবিশ্বাসী সাবেক ক্যাপ্টেন। এক্স ফ্যাক্টর নয়, টিম গেইমে বিশ্বাসী মিস্টার ফিফটি।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার বলেন, ‘ভারত কিন্তু আমাদের সাথে খেলার সময় চাপে থাকে। চাপের মধ্যে তারা সবসময় সেরা ক্রিকেটটা খেলে না। ভারতকে হারাতে পারবো না এরকম কিছু মনে হয় না। আমার মনে হয় আমরা তখনই ভালো খেলি যখন টিম গেম খেলি। আধুনিক সময়ে খেলোয়াড়দের ফরম্যাট পরিবর্তন করতে আসলে খুব একটা সময় লাগে না। স্বপ্ন দেখলে ফাইনাল পর্যন্ত দেখা উচিত।’
তিনি বলেন, ‘হাসান মাহমুদকে মিস করবো। তবে আমরা যাদের নিয়ে যাচ্ছি তারাও খুব খারাপ না।’
হাবিবুল বাশার বলেন, ‘ওয়ার্ল্ড কাপে আমাদের রেকর্ড ভালো না। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমাদের রেকর্ড ভালো।’
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যাটিং স্বর্গেই খেলা পড়বে বাংলাদেশের। জয়-পরাজয়ের নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বোলিং। তাসকিনের নেতৃত্বে শক্তিশালী বোলিং লাইন আপ স্বস্তি দিতে পারে শান্তদের।
বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম বলেন, ‘পাকিস্তানে অনেক ট্যুর করেছি। ওখানে ব্যাটিং স্বর্গ। বিশেষভাবে লাহোরের পিচগুলো। বোলিংটি চ্যালেঞ্জিং হবে। এ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বোলিং চ্যালেঞ্জিং হবে।’
বৈশ্বিক টুর্নামেন্টে বাংলাদেশের রেকর্ড ভালো নয় তবে চ্যাম্পিয়নস ট্রফিতে ইতিহাস ভিন্ন। তাই এবারের আসরেও প্রত্যাশা আর প্রাপ্তির মেলবন্ধন দেখা অপেক্ষায় সাবেক ক্রিকেটাররা।