বিপিএলে খেলোয়াড়দের পারিশ্রমিক-ফিক্সিং ইস্যুতে ভারতীয় মিডিয়ায় সমালোচনা

ক্রিকেট
এখন মাঠে
0

এবার বিপিএলের সমালোচনায় ভারতীয় মিডিয়া। খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে ফ্র্যাঞ্চাইজি মালিকদের প্রতারণা আর ফিক্সিং ইস্যুর পর বিপিএলের স্বীকৃতি বাদ দেয়ার দাবি তুলেছেন ভারতীয় ক্রিকেট অ্যানালিস্ট ভিকরান্ত গুপ্তা। এছাড়াও বিপিএলে না এসে বিদেশি ক্রিকেটারদের নেপাল টি-টোয়েন্টিতে অংশ নেয়ার পরামর্শ দিয়েছেন দেশটির সাংবাদিক মানোক দিমড়ি।

বিপিএলের ১১তম আসর দেশজুড়ে তুলেছে আলোচনা-সমালোচনার ঝড়। তবে এবার দেশের গণ্ডি পেরিয়ে এই ফ্র্যাঞ্চাইজি লিগের সমালোচনায় মেতেছেন ভারতীয় ক্রিকেট এনালিস্ট ও ধারাভাষ্যকার ভিকরান্ত গুপ্তা।

বিপিএলের চলতি আসরের আগে এবারের আয়োজন নিয়ে প্রত্যাশা ছিল অনেক বেশি। ইতিহাসের সেরা বিপিএল মাঠে নামানোর প্রত্যয় ছিল বিসিবির কর্তাদের কণ্ঠেও। তবে সব আশায় গুড়েবালি ঢেলেছে একের পর এক অপ্রত্যাশিত ঘটনা।

খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে নয় ছয়ের অভিযোগ কয়েকটি ফ্র্যাঞ্চাইজির দিকে। টাকা না পেয়ে দেশের ফিরে যেতে চেয়েছেন বিপিএল খেলতে আসা বেশ কিছু বিদেশি ক্রিকেটার। তবে ফ্র্যাঞ্চাইজি থেকে দেশে ফেরার ব্যবস্থা করে না দেয়ায় অনেকে বাধ্য হয়েই থেকেছেন দলের সাথে। দুর্বার রাজশাহী তো ছাপিয়ে গেছেন প্রতারণার সর্বোচ্চ পর্যায়। বাস ভাড়া পরিশোধ না করায়, দলটির খেলোয়াড়দের কিটব্যাগ জব্দ করার অভিযোগ বাস ড্রাইভারের বিরুদ্ধে। এছাড়াও এবারের বিপিএলে ফিক্সিং ইস্যু সামনে এসেছে আলাদাভাবে

এবার বিপিএলের যাবতীয় বিতর্কে ঘি ঢেলেছেন ভারতীয় এনালিস্ট ভিকরান্ত গুপ্তা। এসব ঘটনা বাংলাদেশের জন্য লজ্জার- বলে মনে করেন এই ধারাভাষ্যকার।

ভিকরান্ত গুপ্তা বলেন, ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগে একজন মালিক তাদের হোটেল বিল দেননি। তারা প্লেয়ারদের টাকাও পরিশোধ করেনি। খেলোয়াড়দের বিমানের টিকিট করে দেয়নি। এমনকি টাকা না পেয়ে দলের বাস ড্রাইভার প্লেয়ারদের কিটব্যাগও রেখে দিয়েছে। এগুলা সত্যি তাদের ক্রিকেটের জন্য লজ্জার’

একই অনুষ্ঠানে আইসিসিকে বিপিএল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানিয়েছেন ভারতীয় সাংবাদিক মানোজ দিমড়ি। বিপিএলের চেয়ে নেপাল টি-টোয়েন্টির মান ভালো, মনে করেন তিনি

মানোজ দিমড়ি বলেন, ‘সেখানে খেলোয়াড়দের ধাপে ধাপে টাকা দেয়া হয়। প্রথম ধাপে টাকা দেয়ার পর খেলোয়াড়দের আর টাকাই দেয়া হয় না। এটাকে ক্রিকেট বলা যায় না। বড় তারকারাই সেখানে সময় মতো টাকা পায় না। তাহলে অন্য ক্রিকেটারদের কথা ভাবুন তো! আর এখানে মানুষ কেনই বা খেলতে যায়, এর থেকে নেপাল টি-টোয়েন্টি খেলা উচিত। আর আইসিসির উচিত এসব টুর্নামেন্টকে স্বীকৃতি না দেয়া।’

দেখতে দেখতে একেবারে শেষ পথে এসে ঠেকেছে বিপিএলের ১১তম আসর। আর দুই ম্যাচ পরেই নির্ধারিত হবে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল। তবে সেরাদের সেরা আসর আয়োজনের মিশনে বিসিবি যে বড় দাগে ব্যর্থ হয়েছে, আন্তর্জাতিক মিডিয়ায় বিপিএলের সমালোচনাই তার বড় প্রমাণ।

এএম