স্পট ফিক্সিং! ক্রিকেটের সবচেয়ে কলঙ্কিত অধ্যায়। দেশের ক্রিকেট পাড়ায় জোর গুঞ্জন সেই অধ্যায়ের বিষাক্ত থাবার আঁচড় আবারো পড়েছে চলমান বিপিএলে। ইতোমধ্যেই একাধিক গণমাধ্যমে সন্দেহভাজন বেশ কয়েকজন ক্রিকেটারের নামও প্রকাশ করা হয়েছে। যার তদন্ত করতে মাঠে নেমেছে বিসিবির তদন্ত কমিটি আকু।
সবমিলিয়ে বিপিএলের সকল বিতর্ক ছাপিয়ে স্পট ফিক্সিং এখন টক অব দ্যা টাউন। আর এই ফিক্সিং কেলেঙ্কারিতে সন্দেহভাজনের তালিকায় নতুন সংযোজন মোহাম্মদ সাইফউদ্দিন। আগের প্রকাশিত তালিকায় রংপুর রাইডার্সের বা এই ফ্র্যাঞ্চাইজির নাম না থাকলেও, গ্রুপ পর্বের শেষ ম্যাচে ডানহাতি সাইফউদ্দিনের অতিরিক্ত খরুচে বোলিং নিয়ে উঠেছে প্রশ্ন। যেটা নিয়ে পরবর্তীতে রংপুরের টিম ডিরেক্টরকে মুখোমুখি হতে হয়েছে সংবাদমাধ্যমের।
রংপুর রাইডার্সের টিম ডিরেক্টর শাহনিয়ান তানিম বলেন, ‘হয়তো সাইফউদ্দিনের একটা খারাপ ওভার হয়েছে বলে তারা কোনো ধরনের অনুসন্ধান করছেন। তারা যদি তাদের মতো করে অনুসন্ধান করতে চাই তাহলে তারা করতে পারে। আমি জানি অনেকগুলো ঘটনা ঘটেছে।’
খুলনার টাইগার্সের বিপক্ষে নিজেদের সর্বশেষ ম্যাচে তিন ওভার বোলিং করে ৫৫ রান দিয়ে উইকেট শূন্য ছিলেন দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা অলরাউন্ডার। যেখানে সর্বশেষ ওভারেই সাইফউদ্দিন দিয়েছেন ২২ রান। সেই ওভারে ২ টি ওয়াইড বলের পাশাপাশি ২ বল করেন তিনি।
আর পুরো ম্যাচে রংপুরের করা ৪ টি নো বলের মধ্যে সবগুলো এসেছে সাইফউদ্দিনের কাছ থেকেই। যদিও ফিক্সিং করেছেন কিনা সেই প্রমাণ মেলেনি এখনো তবে বিসিবি তদন্ত করতে চাইলে সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছে রংপুর।
শাহনিয়ান তানিম বলেন, ‘বিপিএলের মান রক্ষার জন্য প্লেয়ার ছেড়ে দেয়া উচিত। ১ শতাংশ ভুলও করে থাকলে তাদের শাস্তি হওয়া উচিত।’
ব্যতিক্রম বিপিএলের প্রত্যাশায় গুড়েবালি হয়েছে ইতোমধ্যেই। তবে সন্দেহ কিংবা অভিযোগ গুলো প্রমাণিত হলে এবারের আসর হবে বিপিএল ইতিহাসেরই অন্যতম কলঙ্কিত আসর।