অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যর্থতা ভারতের জন্য ছিল বড় এক চপেটাঘাত। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে না পারায় ক্রিকেটারদের পড়তে হয়েছে সমালোচকদের তোপের মুখে। কোচ গম্ভীর নির্দেশ দিয়েছিলেন জাতীয় দলের ক্রিকেটারদের বাধ্যতামূলক খেলতে হবে রঞ্জিতে।
দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল দিল্লী-রেলওয়ের ম্যাচ। ১৩ বছর পর রঞ্জি খেলতে নেমেছেন কোহলি। বৃহস্পতিবার প্রায় পুরো দিন করেছেন ফিল্ডিং। শুক্রবার ব্যাট করতে নেমে মাত্র ১৫ বল খেলে হিমাংশু সাংওয়ানের বলে বোল্ড হন কোহলি। তিনি কত টাকা পাবেন এই ম্যাচ খেলার জন্য?
রঞ্জিতে খেলা ক্রিকেটারদের আয়ের বিভিন্ন ভাগ আছে। যে সব ক্রিকেটার ৪০টির বেশি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন তারা দিন হিসেবে পান। যে সব ক্রিকেটার ২১ থেকে ৩৯টি ম্যাচ খেলেছেন, তারা পান দিন প্রতি ৫০ হাজার টাকা। আর ২০ বা তার কম প্রথম শ্রেণির ম্যাচ খেলে ক্রিকেটারেরা দিন প্রতি ৪০ হাজার টাকা। আর যে সব ক্রিকেটার প্রথম একাদশে সুযোগ পান না তারা ২০ থেকে ৩০ হাজার টাকা পান অভিজ্ঞতার নিরিখে।
কোহলি রঞ্জি খেলেছেন ২৩টি। টেস্ট খেলেছেন ১২৩টি। প্রথম শ্রেণির ক্রিকেটে ম্যাচ খেলেছেন প্রায় ১৫০টি। যে কারণে কোহলি রেলওয়ের বিরুদ্ধে ম্যাচ খেলার জন্য দিন প্রতি ৬০ হাজার টাকা করে পাবেন। যদি ম্যাচটি চার দিন খেলা হয়, তা হলে পাবেন ২ লক্ষ ৪০ হাজার টাকা।
কোহলির মতোই রোহিত, রাহুল, পান্থ, শুভমানরা প্রথম শ্রেণির ক্রিকেটে ৪০-এর বেশি ম্যাচ খেলেছেন। ফলে তাঁরা সকলেই দিন প্রতি ৬০ হাজার টাকা করে পাবেন। শুধু জাইস্বাল এখনও পর্যন্ত ৩৬টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। যে কারণে তিনি দিন প্রতি পাবেন ৫০ হাজার টাকা।