আধিপত্য বজায় রাখতে পৃথক ম্যাচে মাঠে নামছে রংপুর ও বরিশাল

ক্রিকেট
এখন মাঠে
0

পয়েন্ট টেবিলে নিজেদের আধিপত্য বজায় রাখতে পৃথক পৃথক ম্যাচে মাঠে নামবে রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল। অন্যদিকে ভিন্ন ভিন্ন ম্যাচে চিটাগং কিংস আর ঢাকা ক্যাপিটালসের সামনে থাকবে প্লে অফে জায়গা করে নেয়ার লড়াই।

বালির মধ্যে বিশেষ অনুশীলনে রাইডার বোলার নাহিদ রানা আর আকিভ জাভেদ। দশ ম্যাচে আট জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রাইডাররা। তবুও এই বাড়তি প্রস্তুতির কারণ দুর্বার রাজশাহীর কাছে টানা দুই ম্যাচে হার। তাই রাইডারদের প্রচেষ্টা আবারো জয়ের ধারায় ফিরে শীর্ষস্থান নিশ্চিত করা।

রংপুর রাইডার্স হেড কোচ মিকি আর্থার বলেন, ‘আমি মনে করি উইকেট দারুণ। হ্যাঁ উইকেটের পার্থক্য আছে। সম্ভবত উইকেটের আগের চেয়ে নরম। যেটা বড় ইস্যু নয়। এটা লম্বা টুর্নামেন্ট। যার কারণে দলগুলো সম্ভবত একটু ক্লান্ত। আমরা মোমেন্টাম পরিবর্তন করতে চাই এবং সেটা আমাদের খুঁজে বের করতে হবে।’

চিটাগং কিংসের এখনো বাকি তিন ম্যাচ। পাঁচ জয় নিয়ে প্লে অফের লড়াইয়ে অবস্থানও বেশ ভালো। তবুও স্বস্তিতে নেই বন্দরনগরীর দলটি। কারণ অবশিষ্ট তিন ম্যাচের দুই ম্যাচেই শরিফুল ইসলাম-শামীম পাটোয়ারীদের প্রতিপক্ষ রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল। যেখানে প্রথম চ্যালেঞ্জের নাম রংপুর রাইডার্স।

রংপুরের সাথে ব্যাক টু ব্যাক ম্যাচ হেরে গেলেও আট ম্যাচে জয় নিয়ে টেবিলের শীর্ষে উঠার দ্বারপ্রান্তে ফরচুন বরিশাল। প্রথম দেখায় ঢাকা ক্যাপিটালসকে হারিয়েছিলো তামিমরা। এবারও লক্ষ্যটা অপরিবর্তিত।

ফরচুন বরিশাল টিম ম্যানেজার নাফিস ইকবাল বলেন, ‘আমরা এখানে আগে একটা ম্যাচ খেলেছি। আমার মনে হয় হাই স্কোরিং ম্যাচটা খুব ভালোভাবেই আমরা চেস করেছি, তাই আমার কাছে মনে হয় উইকেট এখানে বড় কোনো ইস্যু হবে না, স্কিল ও অ্যাপ্লিকেশনটা গুরুত্বপূর্ণ। যে প্রতিপক্ষ আসছে তাদের নিয়ে আমরা প্ল্যানিং করছি।’

টুর্নামেন্ট থেকে ছিটকে না গেলেও সেরা চারের প্রতিযোগিতায় অন্যান্যদের অনেকটাই পিছিয়ে ঢাকা।

প্লে অফে জায়গা পেতে হলে বরিশালের বিপক্ষে জয়ের বিকল্প নেই লিটন-সাব্বির। শুধু তাই নয়। বাকি ম্যাচ ম্যাচ গুলো শুধু জিতলেই হবেনা। তাকিয়ে থাকতে হবে অন্যান্য সমীকরণের উপরও।

এএম