বিপিএল প্লে-অফ: রংপুর-বরিশাল নিশ্চিত, লড়ছে বাকি চার দল

ক্রিকেট
এখন মাঠে
0

শেষ সময়ে রোমাঞ্চ ছড়াচ্ছে বিপিএলের প্লে-অফে যাওয়ার লড়াই। ৭ দলের মধ্যে ১ দলের বিদায় নিশ্চিত হয়েছে। বাকি ৬ দলের মধ্যে রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশালের প্লে-অফ নিশ্চিত হয়েছে ইতোমধ্যে। বাকি ২ জায়গার জন্য লড়াইয়ে আছে ৪টি দল।

টুর্নামেন্ট শুরুর উত্তরের দুর্বল দলটিই লিগ পর্বের শেষে নামের স্বার্থকতা রেখে হয়ে উঠেছে দুর্বার রাজশাহী। টেবিল টপার রংপুর রাইডার্সকে টানা দুই ম্যাচে হারানোর পর সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষেও জয়, লিগ পর্বের খেলা শেষে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে ৩য় স্থানে রয়েছে তারা। নিজেদের কাজ সম্পন্ন করে এখন তাদের লিগ পর্ব শেষের অপেক্ষা।

বুধবার রংপুর রাইডার্স চিটাগং কিংসের বিপক্ষে জিতলে নিশ্চিত হয়ে যাবে রংপুর এবং বরিশালের প্রথম কোয়ালিফায়ারে খেলা। তবে চিটাগং জিতে গেলে লড়াইয়ে থাকবে তারাও। ৩ ম্যাচের মধ্যে ২ ম্যাচ জিততে পারলে নিশ্চিত হবে বর্তমানে ৪ নম্বরে থাকা চিটাগংয়ের প্লে-অফ। ১টি জিতলেও সুযোগ থাকবে, তবে সেক্ষেত্রে রান রেটে দুর্বার রাজশাহীর চেয়ে পিছিয়ে না পড়লেই চলবে।

৫ম স্থানে থাকা খুলনা টাইগার্সের বাকি আছে ২ ম্যাচ। ২টিতেই জিততে পারলে সম্ভাবনা থাকবে প্লে অফের। আর এই সমীকরণ মিলানোর আশা টাইগার্স ব্যাটার উইলিয়াম বোসিস্তর।

অন্যদিকে ঢাকা ক্যাপিটালসের ভাগ্য ঝুলছো সুতোয়। নিজেদের বাকি ২ ম্যাচ জিততেই হবে ঢাকাকে, সেই সাথে প্রার্থনা করতে হবে চিটাগং এবং খুলনা যেন তাদের সব ম্যাচ হেরে যায়।

বিপিএলে শীর্ষ পাঁচ ব্যাটারের সবাই দেশি। এ পর্যন্ত ৪২০ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক তানজিদ হাসান তামিম।

সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় ২৫ উইকেট শিকার করে সবার উপরে তাসকিন আহমেদ। যদিও সেরা পাঁচে বিদেশিদের আধিক্য।

লিগ পর্বের খেলা বাকি আছে আর ৬ টি, প্লে অফে তৃতীয়-চতুর্থ স্থানের লড়াইয়ে ৪ দল। দর্শক-সমর্থকরা নিশ্চিতভাবেই উপভোগ করবেন জমজমাট, টানটান উত্তেজনাপূর্ণ মাঠের লড়াই।

ইএ