কানে ফোন, মুখে তালা। দুর্বার রাজশাহীর টিম ম্যানেজারের বেহাল দশা!
অন্য দলগুলো যখন প্লে অফের হিসাব নিকাশ মেলাতে ব্যস্ত, রাজশাহী তখন ব্যস্ত ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুতে নিজেদের নগ্নতা ঢাকতে। তবু কেলেঙ্কারির আর বাকি রইলো কই? পারিশ্রমিক সংকটের সমাধান করতে না পারায় এবার ম্যাচ বর্জন করলেন দলটির বিদেশি ক্রিকেটাররা।
রোববার সকাল থেকেই গুঞ্জন ছিল, পেমেন্ট না পেলে রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ খেলবেন না রাজশাহীর ক্রিকেটাররা। এরমধ্যে ম্যাচের দিনই টিম হোটেল পরিবর্তন করার ঝক্কিও পোহাতে হয় ক্রিকেটারদেরকে।
পুরো ঘটনা জানতে টিম হোটেলে গণমাধ্যমের অপেক্ষা। বিকাল সাড়ে চারটায় হোটেলে পৌঁছায় রাজশাহীর টিম বাস। একে একে বেরিয়ে আসেন দলটির ক্রিকেটাররা। তবে বের হননি মোহাম্মদ হারিস, লাহিরু সামারাকুন সহ বিদেশি ক্রিকেটাররা।
পারিশ্রমিকের বিষয়ে তাসকিন-বিজয়দের প্রশ্ন করা হলে, সব ঠিকঠাক বুঝে পেয়েছেন বলে দাবি দুই ক্রিকেটারের।
এমন কাণ্ড আগে কখনোই দেখেনি বিপিএল। বিদেশিদের ম্যাচ বর্জনে ক্রিকেট বিশ্বে ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
বিসিবির পরিচালক ইফতেখার আহমেদ মিঠু বলেন, ‘এমন কোনো প্রশ্ন নাই যে ভাবমূর্তি নষ্ট হচ্ছে না। সেজন্যই আমি এত কনসার্ন। আমরাও তো ছেড়ে দিচ্ছি না। প্লেয়ারদের পেমেন্ট বলেন, বিদেশিদের পেমেন্ট বলেন অন্যান্যদের পেমেন্ট বলেন।’