শেষ হয়েছে চলতি আসরের বিপিএল ফুটবলের প্রথম পর্বের খেলা। আসরের শুরুতে নিচের সারির দলগুলোকে গোণায় না ধরলেও, প্রথম পর্বেই চমক দেখিয়েছে তারা।
পেশাদার ফুটবল লিগে প্রথমবার নাম লিখিয়ে ফুটবল সমর্থকদের চমকে দিয়েছে ফকিরেরপুল ইয়াংমেন্স ক্লাব। পাঁচ বিদেশি খেলোয়াড়ের পাশাপাশি দলে ছড়াছড়ি বেনামি দেশি ফুটবলারের। বিসিএল থেকে উঠে আসা এই দলটিকে নিয়ে শুরুতে বড় স্বপ্ন দেখার সাহস দেখেনি খোদ টিম ম্যানেজমেন্টও।
তবে আসরে টানা ৮ ম্যাচে অপরাজিত থাকা মোহামেডানের মতো হেভি ওয়েট দলকে হারিয়ে আসরে ভালো কিছু করার আশা জাগিয়েছে তিয়াস দাস, অনিক হোসেনরা।
ফকিরেরপুল ইয়াংমেন্স ক্লাবের সহকারী কোচ শহিদউজ্জামান মোস্তফা বলেন, ‘আমরা এতটা ভালো করবো সেটা আশা করিনি, কিন্তু খেলোয়াড়রা সেটা প্রমাণ করেছে।’
তিনি বলেন, ‘মোহামেডানকে তো আসলে কেউ হারাতে পারে না। আমরা হারিয়ে একটা নজির স্থাপন করেছি। আমার মনে হয় আরো ক্লাবগুলো চ্যালেঞ্জ হিসেবে নিবে।’
এদিকে প্রস্তুতিসহ আসর শুরুর আগে দল গোছানো নিয়ে নানা জটিলতায় রহমতগঞ্জ। এরপরও আসরে নয় ম্যাচ খেলে বসুন্ধরা কিংসের মতো জায়ান্ট দলের সমান ৫ জয়ে চারে অবস্থান পুরান ঢাকার দলটির।
রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির ম্যানেজার মোহাম্মদ আলমগীর বলেন, ‘আমাদের ইনশাআল্লাহ একটু চেষ্টা করি ভালো রেজাল্ট করার জন্য। বাইরে থেকেও প্লেয়ার আসছে। দেখা যাক কীভাবে কি করা যায়।’
নিচের সারির দলগুলোর এমন পারফরম্যান্স অব্যাহত থাকলে বড় দলগুলোকে পেছনে ফেলে শিরোপা ছিনিয়ে সমর্থকদের তাক লাগিয়ে দেয়ার অপেক্ষাও ফুরাতে পারে এবারের আসরেই।