বিপিএল ফুটবলে নিচের সারির দলগুলোর চমক
দাপট দেখাচ্ছে জায়ান্ট কিলার খ্যাত রহমতগঞ্জও
বিপিএল ফুটবলে এবার চমক দেখাচ্ছে নিচের সারির দলগুলো। মোহামেডানকে হারিয়ে দিয়েছে ঘরোয়া ফুটবলের শীর্ষ আসরে প্রথমবার খেলতে আসা ফকিরেরপুল ইয়াংমেন্স। একের পর এক চমক দেখিয়ে পয়েন্ট টেবিলে দাপট দেখাচ্ছে জায়ান্ট কিলার খ্যাত রহমতগঞ্জও।