ছোট লক্ষ্য তাড়ায় শুরুতেই তাওহিদ হৃদয়কে হারায় বরিশাল। ডেভিড মালানও খুব বেশি সুবিধা করতে পারেননি।
তবে এরপর হাল ধরেন মুশফিকুর রহিম ও তামিম ইকবাল। তামিম চার মেরে ব্যক্তিগত অর্ধশতক ও জয় নিশ্চিত করেন দলের পক্ষে।
এর আগে টস জিতে মিরপুরে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপদে স্ট্রাইকাররা। ইনিংসের দ্বিতীয় ওভারেই বিদেশি রিক্রুট জর্জ মানসির উইকেট হারায় দলটি।
একে একে সাজঘরের পথ ধরেন জাকির হাসান, রনি তালুকদার, কাদিম অ্যালেইন ও নাহিদুল ইসলাম।
দলীয় ৫০ রান তোলার আগেই ৫ ব্যাটারকে হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে দলটি। তবে আহসান ভাট্টি, জাকের আলী অনিক, আরিফুল হকদের ব্যাটে চড়ে তাদের সংগ্রহ ১১৬তে থামে।
ফরচুন বরিশালের পাক রিক্রুট ফাহিম আশরাফ মাত্র ৭ রান খরচায় ৫ উইকেট তুলে নিয়ে গুঁড়িয়ে দেন সিলেটের ব্যাটিং লাইনআপ।