তিন জাতির সিরিজটি আগামী ৮ ফেব্রুয়ারি শুরু হয়ে ১৪ ফেব্রুয়ারি ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে।
সিরিজের প্রথম দুটি ম্যাচ হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে, এরপর ফাইনালসহ বাকি ম্যাচগুলো হবে করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে।
প্রথম ম্যাচে ৮ ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তান মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। একদিনের বিরতিতে ১০ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে।
এই ম্যাচটি হবে দিনের আলোয়। বাকি সব ম্যাচ দিবা রাত্রির হবে। ১২ ফেব্রুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার ম্যাচের পর সেরা দুই দল নিয়ে ১৪ ফেব্রুয়ারি সিরিজের ফাইনাল অনুষ্ঠিত হবে।